আমাদের কথা খুঁজে নিন

   

পাখি খুজছেন? কথা বলা পাখি অথা কীবোর্ড ঠুকতে পারা পাখি!!(সতর্কীকরন পোস্ট)

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন। । আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে একটা সময় চিঠির ঠিকানা উলট পালট হয়ে গিয়ে প্রেম-ভালোবাসার ঘটনা ঘটত। তারপর যখন মোবাইল ফোন আসল।

তখন থেকে রং নাম্বারে প্রেমের ঘটনা অহরহ ঘটেছে এবং ঘটছে। অনেকে আবার নাম্বারের ডিজিট উলট পালট করে ফোন করে এই আশায় যে," ইশ! যদি একটা কথা বলা টিয়া পাখি জুটে যেতো!!" তারপর আসল ফেবু যুগ। ফেবু তেও ঠিকানা বা নাম্বার উলট পালট ছাড়াই বেশ কিছু প্রেমিক জুটি দেখা গেছে যাদের ফেবু থেকে পরিচয় তারপর প্রনয়। আর এইসব সফল জুটি দেখে এখনকার পুলাপাইন ফেবুতে উঠে পরে লাগে এই আশায় যে " যেমনই হোক কীবোর্ড ঠোকতে পারে এমন একটা পাখি লাগব,সেটা হোক ছাইয়া অথবা মাইয়া" তবে এসব ধান্ধায় যারা আছেন তাদের বলি, এভাবে খুজে যেসব পাখি পাবেন সেগুলো তেমন স্থায়ী হয়্না। অনেকটা বালির বাধের মতোই একটু আঘাতে ভেঙ্গে যায়।

চিঠি যুগের প্রেম তাও কিছুদিন টিকত। রং নাম্বারে যেসব প্রেম হয় সেগুলো নাড়াচাড়া দিলেই হুড়মুড় করে ভেঙ্গে যায়। আর ফেবুর কল্যানে প্রেম করার ধান্ধায় যারা আছেন তাদের বিশেষভাবে বলে রাখি " বাকি দুইটা ভাঙ্গতে তো বেশ কিছুদিন লাগে অথবা নড়াচড়ার দরকার লাগে কিন্তু ফেবু থেকে যেসব প্রেম-পিরিতি হয় সেইগুলা ভাঙ্গতে নড়াচড়া তো দূরের কথা কীবোর্ডে একটা টোকাই যথেষ্ট" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.