thinking গতকাল্য প্রধানমন্ত্রী এক বিশাল জনসভা করিলেন মানিকগঞ্জে। বিশাল জনসভার বিশাল ভাষনে তিনি তার উন্নয়নের কথা সগর্বে বলিলেন এবং দেশযে উন্নয়নের জোয়ারে থৈ থৈ করে ভাষিতেছে তা সগর্বে প্রকাশ করিয় জনগনের নিকট ভোট প্রার্থনা করিলেন। আমরা জাতির সাধারণ জনগন হিসেবে জাতির কন্যার কথা শুনিয়া হতবাক হওয়ার মতো অবাক হই নাই।
দেশ আজ উন্নয়নের যোয়ারে ভাষিতেছে। যে উন্নয়ন ইতিপূর্বে কেহ সাধন করিতে পারে নাই।
উন্নয়নের কিন্চিত চিত্র নিম্নরূপে দেওয়া হইলো:
==> দেশের উন্নয়ন হইতাছে ব্যাপক। উন্নয়নের কারনে ঢাকা শহরের রাস্তাগুলো ধুলোয় পরিপূর্ণ যার দরুন এই শহরের অধিকাংশ লোকের মধ্যে ব্যাপক হারে এজমা জাতীয় রোগ পরিলক্ষিত। তবে সমস্যা নাই জনগনের মধ্যে আয় ইনকাম বাড়ার কারনে কোনরূপ সমস্যা দেখা দিবেনা।
==> উন্নয়নের কারনে সারা বাংলাদেশের রাস্তা ভেঙ্গে চুরে এক নতুন নয়নাভিরাম রূপ ধারনকরিয়াছে যাহা বিশ্বের অন্য কোথাও আপনি দেখতে পাইবেন না।
==> বিশ্বের সকল দেশ সমুহ এই দেশ থেকে লোক নেওয়া বন্ধ করিয়া দিয়াছে কারন দেশের উন্নয়ন যেন সবাই দেখিতে পারে।
==> উন্নয়নের কারনে এবং উন্নয়নে অংশীদার হইবার জন্য বিদেশ থেকে গনহারে লোক দেশে ফিরত আসিতেছে।
==>বিদেশীরা এদেশে বিনিয়োগ করা বন্ধ করে দিয়াছে। কারন এদেশে এত উন্নয়ন হইয়াছে যে বিদেশী বিনিয়োগের কোন প্রয়োজন নাই।
==> অধিকন্তু এই দেশ থেকে বিনিয়োগ চলিয়া যাইতাছে কারন এত বেশী বিনিয়োগ আসিয়াছে যে এগুলো দেশের দরকার নাই।
==>উন্নয়নের পিটানিতে ডলার সেঞ্চুরী করার অপেক্ষায় আছে।
আশা করা হচ্ছে অতি শীগ্রই সে তার লক্ষ্যে পেঁৗছে যাবে।
==> উন্নয়নের আগুনে পুজি বাজার আজ ছারখার। প্রতিদিনই ডিএসসির সামনে আগুনের লেলিহান শিখা দেখতে পাই যা আমার মতোই অনেকের চেখের জল, নিঃশ্ব হওয়ার বেদনা অথবা ভূলের অনুশোচনা।
নাহ আর লিখবনা। মনটাই খারাপ হয়ে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।