প্রিয় ব্লগার বন্ধুরা আমাদের দেশে একজন "কালু মিয়া' ছিল । যে একজন উকিল এর ড্রাইভার হয়েও খুব সন্তুষ্ট ছিল। সেই 'কালু মিয়াঁ'' র খোঁজ আজ আমরা কেউ রাখিনা। সেই 'কালু মিয়া'কে আমরা সবাই সময়ের বিবর্তনে আর ডিজিটাল সুর এর জোয়ারে তাকে ভুলে গেছি । দেখুন তো এই 'কালু মিয়া' কে চিনতে পারেন কিনা?
১) আমার নাম কালু মিয়া
শিল্পী- এন্দ্রু কিশোর
ছায়াছবি- নানটু ঘটক
পরিচালক - গাজী মাজহারুল আনোয়ার
সেই কালু মিয়ার সময় এক ঘটক ছিল যার নাম ছিল নানটু।
তাকে সবাই "নানটু ঘটক" ডাকতো। যে সাইকেলে চড়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াতো তাঁর প্রিয় জনকে নিয়ে । তাকেও আমরা ভুলে গেছি!!!!!!!!
২) চলে আমার সাইকেল হাওয়ার বেগে
শিল্পী- এন্দ্রু কিশোর ও শাম্মি আখতার
ছায়াছবি- নানটু ঘটক
পরিচালক-গাজী মাজহারুল আনোয়ার
ছিল এক 'সুজন সখি' । সেই সুজন সখিকেও আমরা ভুলে গেছি
৩) ডেগেরও ভিতরে ডাইলে চাইলে
ছায়াছবি- সুজন সখী
পরিচালক- প্রমোদকর (খান আতাউর রহমান)
আরও ছিল "মান অভিমান' যেখানে অভিমান করে ঢাকঘুর ঘুর করে ঢোল বাজাতো রামলাল। তাকেও আমরা ভুলে গেছি
৪) বাজাও রে রামলাল
শিল্পী- কুমার বিশ্বজিৎ
ছায়াছবি- মান অভিমান
পরিচালক- নারায়ণ ঘোষ মিতা
সেই সংসারে জীবনের একটা চরম সত্য কথা বলা হয়েছিল 'রেজিস্ট্রি করে চিঠি আসবে' সেই কথাটাও আজ আমরা ভুলে গেছি
রেজিস্ট্রি করা চিঠি আইবো
শিল্পী- সৈয়দ আব্দুল হাদী
ছায়াছবি- সুখের সংসার
পরিচালক নারায়ণ ঘোষ মিতা
আরও ছিল এমন এক ;গুনাহগার" যে সব সময় সত্য কথা বলতো ,সিধা পথে চলতো।
সেই ''গুনাহগার" ও আজ আমাদের হৃদয়ে নেই!!!
লোকে আমায় কয় গুনাহগার
শিল্পী - আজাদ রহমান
ছায়াছবি- গুনাহগার
এমন আরও কত নাম না জানা খাটি সোনা আমরা হারিয়ে ফেলেছি যার কোন হিসাব আমাদের জানা নেই। কেমন এক অদ্ভুত জাতি আমরা যারা আমাদের খাটি সোনার যত্ন নিতে পারিনি, সংরক্ষণ করে রাখতে পারিনি! আমাদের নতুন প্রজন্মকে চেনাতে পারিনি। বড়ই অদ্ভুত ও নির্লজ্জ এক জাতি মোরা! যারা নিজেদের কে চিনিনা,জানিনা, শুধুই জানি অপরকে! যে দেশ তাঁর গুনিদের সম্মান দিতে জানে না সেই দেশে কোনদিন আর গুনির জন্ম হয় না। বড় লজ্জা ! বড় লজ্জা !!!!!!!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।