আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকে এডাল্ট জোকস এর ছড়াছড়ি - কতোটা দায়িত্বপূর্ণ?

মহাশূণ্যতায় শূণ্য খুজেফিরি ইদানীং ফেইসবুকে বাংলায় অনেক জোকস এর পেইজ দেখা যায়। বেশিরভাগই এডাল্ট জোকস এর পেইজ। ফেইসবুকের নীতিমালায় "Terms" এ বলা আছে "You will not post content that: is hateful, threatening, or pornographic; incites violence; or contains nudity or graphic or gratuitous violence." আমার প্রশ্ন হচ্ছে এডাল্ট জোকসগুলোকি এটা violate করেনা? যদি না করে, তাহলেও আমার মনে হয় কয়েকটা বেপার এই পেইজগুলোর Admin দের মেনে চলা উচিৎ... ১। তাঁদের পেইজ অথবা গ্রুপ "Closed" হওয়া উচিৎ। ২।

কেউ মেম্বার রিকুয়েস্ট পাঠালে দেখে নেয়া উচিৎ সে ১৮+ কিনা। ৩। তাঁদের শেয়ার করা জোকসগুলো অবশ্যই শুধুমাত্র "Shared with Members" হওয়া উচিৎ। তারা এসব "Publicly" শেয়ার করে, এবং অন্য অনেক পেইজ এগুলো Promote করে। ফলে যারা মেম্বারনা তাঁরা অন্য পেইজের মেম্বার হবার কারনে দেখতে (আংশিক) পারে।

ফেইসবুকের নীতিমালা অনুযায়ী যেকেউ ১৩+ হোলে ফেইসবুক একাউন্ট খুলতে পারে, কিন্তু ইন্টারনেট Law অনুযায়ী ১৮+ কেউ "Adult Materials" দেখতে পারবে না। তাই ১৩-১৭ বছরের অনেকেই যারা ফেইসবুকের মেম্বার তারা এই জোকসগুলো দেখতে পারবে না। তারা যদি দেখে সেটা যেমন তাঁরা নিজেরা Law Violate করল, ঠিক তেমনিভাবে যারা শেয়ার করল Publicly তারাও করল। ইন্টারনেট এ Adult Materials অভাব নাই। ১৮+ এর নিচেও অনেকে দেখতে পারে, এবং দেখতেছে।

কিন্তু At least "WARNING" থাকে। ফেইসবুকের এই পেইজগুলতে কোন "WARNING" নাই, এবং Admin রা কোন মনিটরিং ও করেনা। এমনকি কিছু কিছু পেইজ (যেমন এজকে "পরীক্ষা তো ফাটায়া দিসি, কিন্তু নম্বর কেন কম পাইলাম বুঝলাম না" একটা জোকস শেয়ার করছে) যাদের Info তে "Adult Materials" শেয়ার করার ব্যাপারে কিছুই বলা নাই, তারা শেয়ার করতেছে। এসব পেইজের মেম্বাররাতো এটার জন্য মেম্বার হয়নি। আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই এসব লাইক দেয় এমনকি শেয়ারও দেয়।

এটা কতোটা দায়িত্বপূর্ণ কাজ? নিজে দেখ ভাল কথা, ফ্রেন্ডের সাথে Personally শেয়ার কর ভাল কথা, যার যার দায়িত্ব। কিন্তু ফেইসবুক একটা open platform, Park এ বসে ১০০ জনের সাথে আড্ডা দেয়া আর ফেইসবুকের Home এ কিছু শেয়ার করা একি বেপার। ফেইসবুক যেমন ভাল কাজে জনমত তৈরি করে, ঠিক একিভাবে এসব নেতিবাচক প্রভাবও ফেলবে। সমাজের যেমন নিজস্ব নৈতিকতা আছে, ঠিক তেমনিভাবে "অনলাইন সমাজ" এও নৈতিকতা-মূল্যবোধ বজায় রাখতে হবে। হযরত মুহাম্মাদ (সাঃ) এর আগের সময় আরব জাতির মধ্যে নগ্নতা-যৌনতা নিয়ে সাহিত্ত-কবিতা চর্চা হত openly. আবারো আমরা সেটাই practice করছি।

আমি মনে করি কোন ধর্ম-জাতি-সমাজ মূল্যবোধের অবক্ষয় support করেনা। আমাদের সবারই দায়িত্ববান হওয়া উচিৎ। ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।