সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ... হঠাৎ বিস্ময়তায় আটকে পড়ে মন যেখানে বলিষ্ঠ দেয়ালঘড়ি,বহন করে সময়। দেখে মনে হয় একীভূত হয় সময় ও ঘড়ি। সময়ের জীবন্ত রুপ ঘড়ির কাঁটায়। পাশ কেটে ধাবিত হয় অবিরাম, সময়ের বলগা ধরে টানি বৃথা। ঘড়ির কাঁটা অনবরত চুরি করছে সময়। টিক টিক ভাষাহীন সংকেতে সময় চলে বিগত দিনকে ভুলে, নেই জড়তা,নেই বার্ধক্য ... চিরন্তন মুক্ত। নিন্দা অপবাদে নির্ভীক এগিয়ে যাওয়া সময়ের অনিন্দ্য পথ চলা,শুধু সামনে... সময়ের সাথে উপলব্ধি আমার এগিয়ে যায় ধ্বংসের পথে,অনিশ্চিতে নিঃশেষ করে সমস্ত উদ্যমতা মিথ্যায় মিশে জ্যোতিষ বাক্য আসে নিশ্চিত ধ্বংস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।