আমাদের কথা খুঁজে নিন

   

থেমে গেল ঘড়ির কাটা, বাউল তোমায় শ্রদ্ধা।

প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী

মন আমার দেহ ঘড়ি গানটি গেয়েছিলেন আব্দুর রহমান বয়াতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের আমন্ত্রণে হোয়াইট হাউসে ডিনার করেছেন এই শিল্পী। গান গেয়ে শুনিয়েছেন তাদের।

বয়াতি দীর্ঘদিন থেকেই ফুসফুসের সমস্যা, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যাসহ বার্ধ্যক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, কিন্তু আজ তার দেহ ঘড়ি নিথর হয়ে গেছে। থেমে গেল ঘড়ির কাটা। তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেলেন। বাউল তোমায় শ্রদ্ধা। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় তার মৃতদেহ শহীদ মিনারে রাখা হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।