হতেও পারে " " " প্রিয় চীন আমরা এই মর্মে অত্যন্ত দুঃখিত যে , তোমরা তোমাদের পাইলটদের সঠিকভাবে প্রশিক্ষন দিতে পারো নাই । তাই দুঃখ প্রকাশের প্রমান হিসেবে আমরা তোমাদের কে Microsoft Flight Simulator 2000 এর একটি কপি পাঠালাম। আমরা দুঃখিত এই ভেবে যে , তোমাদের সেরা ফাইটার প্লেন গুলো আমাদের ৩৫ বছরের পুরনো প্রযুক্তির মনুষ্যবিহীন প্লেনের সাথে লড়াই করে পারেনা । তোমাদের এই অবস্থার উন্নতির জন্য , আমাদের বন্ধু রাস্ট্র তাইওয়ান থেকে ১৯৫০ দশকের তৈরী Lockheed F-104 Starfighter কিনতে পারো। আমরা এই মর্মে দুঃখিত যে , তোমরা মনে করো তোমাদের জলসীমা অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত , তোমাদের ভুল ভাঙ্গানোর জন্য আমরা তোমাদের কে আমাদের দেশের ক্লাস সিক্সের ভূগোল বই পাঠালাম। (বইটি পড়ার আগে অবশ্যই বইয়ের পিছনে লেখা কপিরাইটা ইনফরমেশনটি পড়ে নিও)। আমরা এই ভেবে দুঃখিত যে , আমরা দীর্ঘ ২০ বছর ধরে তোমাদের সন্মানের সাথে বিবেচনা করছি । আমরা অবশ্যই আমাদের নীতি পুনর্বিবেচনা করবো। তোমার বন্ধু The United States of America ***************** বি.দঃ এটা আমার কোন মৌলিক লেখা না , একটা বিদেশী ওয়েবসাইট থেকে অনুদিত/ **************** অফিসের বসের কাছে কর্মীর পদত্যাগ পত্র ( মানুষ ব্লগিং এর জন্য কত কিছুই না করে )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।