চীনা মাটির শিল্প
শিল্পী তার আপন মহিমায় ফুটিয়ে তোলেন শিল্পকে। এখানে মাধ্যম হয় কখনো ক্যানভাস, কখনো মা্িট আবার কখনো কাপড়। কিন্তু কেমন হয়, যদি এই শিল্প মাধ্যম হয় আপনার ডাইনিং-এ সাজিয়ে রাখা চায়ের কাপ কিংবা ট্রে । ঠিক তাই। চীনামাটিকে শিল্পীর পট করে কাজ করছেন আমাদের দেশে এক জোড়া তরুন তরুনী।
তারা হলেন মারুফ ও রেহানা। চারুকলা থেকে পাশ করা দুই জনের প্রচেষ্টায় গড়ে উঠেছে হ্যান্ড মেইড সিরামিকস-এর দোকান কে-ইমেজ।
প্রশ্ন করা হয়েছিল, এতো কিছু থাকতে কেনো সিরামিককেই বেছে নেয়া। উত্তরে মারুফ বললেন, চারুকলাতে আমার বিষয় ছিল প্রিন্ট মেকিং আর সহধর্মিনীর বিষয় ছিলো সিরামিকস। তো, যখন আমরা দুজন মিলে ঠিক করলাম একসাথে থাকবো, ঠিক তখন থেকেই চিন্তা ভাবনা করছিলাম কি করে আমাদের দুজনের জ্ঞানকে সমন্নিত করা যায়।
আর তারই ফল এই হ্যান্ড মেইড ও হ্যান্ড পেইন্টেড সিরামিকস। মূলত আমাদের চলমান জীবনে ব্যবহৃত বিভিন্ন পণ্যে একটু নান্দনিকতার ছোঁয়া আনতেই এ ধরনের সিরামিকসের প্রবর্তন করেন তারা। এখানে পাওয়া যাবে হাতে তৈরি মগ, কাপ, প্লেট, বোল, ভাস, বাটি সেট, কাপ সেট, টি সেট, ডিনার সেট, পেন হোল্ডার, এস্ট্রে, কড়াই বাটি, প্লেটারস, মাস্ক, সিরামিকস টোরাকোটা, পটারী, আইচ কাপ, কানের দুল, গলার লকেট ছাড়াও আর অনেক কিছু। পণ্যগুলোর দাম ওঠানামা করে সাইজ আরো ডিজাইন বুঝে। এর কোনো পণ্য তৈরিতেই কোনো মেশিন ব্যবহৃত হয় না।
সবই তৈরি হয় হাতে। এরপর সেগুলোকে রঙ আর তুলির আচড়ে রাঙিয়ে তোলা হয়। কে ইমেজ প্রতিষ্ঠিত হয় ২০০৩ এ। আর তাদের প্রথম প্রদর্শনীটি হয় ২০০৪ সালে। এরপর ২০০৫ এ তারা আরও একটি সফল প্রদর্শনীর আয়োজন করে।
সিরামিকের ব্যবহারে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার নেশা নিয়েই এই দুই শিল্পী কে ইমেজ প্রতিষ্ঠা করেন। একসময় শুধু দুজনে কাজ করলেও এখন সেখানে কাজ করছে বেশ কিছু ট্রেনিং প্রাপ্ত ছেলে ও ২ জন আর্টিষ্ট। নিজেদের ইচ্ছের কথা ব্যক্ত করতে গিয়ে মারুফ জানান, এই বিপ্লবের শুরুটা করেছিলেন চারুকলার সিরামিকস ডিপার্টমেন্টের প্রধান প্রায়াত স্যার আবু সাইদ তালুকদার। সেখান থেকে তারা অনুপ্রানিত হন এই হ্যান্ড মেইড সিরামিকস তৈরিতে।
দেশীয় জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্য তরুন দুই শিল্পীর এ উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশনিয়।
তাদের ইচ্ছে কে ইমেজকে একটি পূর্নাঙ্গ প্রতিষ্ঠানের রূপ দেয়া, যেখানে একসাথে ১০ - ২০জন আর্টিষ্ট তাদের রুজির জোগাড় করতে পারবে। পাঠক, যদি আপনিও আগ্রহী হন নিজের ঘরে শিল্পকে জায়গা দিতে তাহলে চলে যান সানরাইজ প্লাজার কে ইমেজে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।