Mahabubur Rahaman Arman (Araz Rahaman Arman) একটা সময় ছিল, যখন কেউ জিজ্ঞাসা করত যে কি করি তখন খুব গর্বের সাথে বলতাম যে আমি একজন ফ্রিল্যান্সার। সাল তখন ২০০৮। এইচ এস সি পরীক্ষা ২০০৯ সালে, এমতাবস্থায় ইন্টারনেট এ সার্ফিং করতে করতে খুজে পেলাম কয়েকটা কাজের ওয়েবসাইট। এর মধ্যে 99designs, Freelancers, Odesk ছিল। 99designs এ অনেক কাজ করেছি।
আয় ও কম হয় নি মিথ্যে কেন বলব?
তবে ভাই কাজে যেই খাটুনি! ক্লাইন্টরা যে চাপে রাখত! বলা বাহুল্য। এ চাপে পরে Odesk, Freelancers এর কাজ ছেড়ে দিসিলাম।
ফ্রিল্যন্সিং এত সোজা যে না তা বোঝা হয়ে গেসিল!
কিন্তু সত্য বলছি, এখন নিজেকে ফ্রিল্যন্সার বলে আখ্যা দিতে লজ্জা লাগে! কেন জানেন? বাংলাদেশে এখন এমন কিছু প্রতিষ্ঠান এসেছে যারা ওই ফ্রিল্যন্সিং এর নামে তাদের মাল্টি লেভেল কোম্পানী চালাচ্ছে। পো্লাপান রাস্তায় যারে দেখি সেই বলে আমি ফ্রিল্যন্সার!
এখন আমি অফলাইন ফ্রিল্যন্সিং করি কেউ জিজ্ঞাসা করলে বলি আইটি তে কাজ করি! কি করব?
সবার কাছে একটা এ আবেদন প্লীজ ফ্রিল্যন্সিং এত সোজা নাহ। আগে ফ্রিলেন্সিং কাকে বলে তা একটু কষ্ট করে জেনে নিন! আমাদের এই কর্মক্ষেত্র টাকে এভাবে নষ্ট করবেন না! আপনারা যারা ক্লিক করা কে ফ্রিল্যন্সিং বলছেন, বহু আগে তাকে আমরা পিটিসি সাইটের মতই এরিয়ে চলতাম।
আমদের কাজ হয় স্বাধীন। কিন্তু আমাদের একটা ভুলের কারনে পুরা ডীল বাতিল হয়ে যেতে পারে। আর আপনাদের? যদি এতই ফ্রিল্যন্সিং এ আগ্রহী থাকেন তবে মাঠে নামেন। কাজ করে দেখান। আমার বিশ্বাস ওডেস্ক-এর ২১ টা প্রশ্নের উত্তর এর একটা পারবেন নাহ! কাজ করে দেখেন ফ্রিল্যন্সিং এর মজা।
আশা করি স্বাদ পাবার পর বুঝবেন যে আসলে ফ্রিল্যন্সিং টা কি?
গুগল এ খুজুন "what is freelancing?" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।