আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার ব্যবসা - ৫: শেয়ার কেনার আগে যা যা দেখবেন

oracle.samu@googlemail.com

বিশেষ করে নতুন শেয়ার বিনিয়োগকারীদের জন্য এই পোস্ট, যারা সাধারনত বন্ধু বা পরিচিত কারো কথা শুনে তাদের প্রথম বিনিয়োগ স্বীদ্ধান্ত নেন। আর বলাই বাহুল্য বেশির ভাল ক্ষেত্রেই ধরা খান আমার নিজের অভিগ্যতাও তাই। এই একবারই লস দিয়েছি, বলতে পারেন ঢুশ খেয়ে হুশ হয়েছে আর কি এর আগের পোষ্টে একটা চেক লিস্ট দিয়েছিলাম আজ হাতে কলমে মানে এখটা উদাহরন দিয়ে ব্যাখ্যা করব। DSE তে শেয়ার কেটাগরি রয়েছে ৫ টি - ১। A - নিয়মিত AGM ও নূন্যমত ১০% লভ্যাংশ প্রদানকারী।

২। B- নিয়মিত AGM করলে ও ১০% এর কম লভ্যাংশ প্রদানকারী ৩। G- বাজারে অন্যর্ভূক্ত হলেও উৎপাদনে না যাওয়া কম্পানি। ৪। N- বাজারে অন্যর্ভূক্ত নতুন কম্পানি।

৫। Z- আনিয়মিত AGM ও ৬ মাস বা অধিক সময় ধরে উৎপাদন বন্ধ। এ ছারা ব্যাবসার ধরন অনুযায়ি ২১ রকমের শেয়ার রয়েছে বাজারে - ব্যাবসার ধরন - কম্পানি সংখ্যা 1 Bank 29 2 Cement 7 3 Ceramics Sector 4 4 Corporate Bond 2 5 Debenture 8 6 Engineering 22 7 Financial Institutions 21 8 Food & Allied 23 9 Fuel & Power 10 10 Insurance 44 11 IT Sector 5 12 Jute 3 13 Miscellaneous 11 14 Mutual Funds 24 15 Paper & Printing 2 16 Pharmaceuticals & Chemicals 20 17 Services & Real Estate 6 18 Tannery Industries 5 19 Telecommunication 1 20 Textile 27 21 Treasury Bond 164 সূত্র: http://www.dsebd.org/by_industrylisting1.php এবার আসুন আমরা নিম্নক্ত শেয়ারটি কেনার ব্যাপারে স্বীদ্ধান্ত নেই - কম্পানি : ক (যদিও এটি কোন কল্পিত কম্পানি নয় ) কেটাগরি: IT Sector - মাত্র ৫ টি কম্পানি রয়েছে এই কেটাগরিতে সুতরাং তা মেনুপুলেট করা তুলনামূলক সহজ Last Trade 50.00 52 Week's Range 26.5 - 88.9 - দাম বেশ ফ্লাকচুয়েট করে Face Value 10.0 Market Lot 500 Market Category A - ভাল Electronic Share Y - ভাল Total no. of Securities 22853600 Share Percentage: Sponsor/Director 52.24 Govt.0 Institute 0 Foreign 0 Public 47.76 Total no. of Securities 22853600 মানে প্রায় ১,০৯,৬৭, ৯২৮ (Total no. of Securities*Share Percentage) টি শেয়ার ও ২১,৯৩৯ টি লট (১,০৯,৬৭, ৯২৮/৫০০) রয়েছে সাধারন বিনিয়োগকারীর হাতে। অর্থাৎ বেশ ভাল ভাবেই একে মেনুপুলেট করা সম্ভব। Authorized Capital in BDT* (mn) 300.0 Paid-up Capital in BDT* (mn) 229.0 দুট বেশ কাছাকাছি ফলে বোনাস শেয়ার পাবার সম্ভবনা কম আর পেলেও তার পরিমান বেশ কম হবে।

Last AGM Held: 24/12/2009 Bonus Issue 12%B 2009, 6% 2008, 10% 2007 - পূর্বের ইতিহাস ও তাই বলে ( বোনাস শেয়ার পাবার সম্ভবনা) Right Issue n/a Year End 200906 - আর এখন এপ্রিল মানে ২ মাস পরেই লভ্যাংশ ঘোষনা করবে। ফলে দামও বেশী হবে। Current Price Earning Ratio (P/E) (Based on Continuing operation) 52.19 Basic EPS in BDT* (Based on continuing operations) 0.24 শেয়ার প্রতি আয় মাত্র ০'২৪ ও P/E ৫২ ! যা কোন মানদন্ডই ২০ সর্বোচ্চ ২৫ এর বেশি হওয়া উচিত নয়। আর আমাদের টাকা যেহেতু কম সেহেতু অনেক বেশি লট কিনে বাজার নিয়ন্ত্রন করাও আমাদের মত ছোট বিনিয়োগকারীর পক্ষে সম্ভব নয়। সুতরাং এই শেয়ার না কেনাই বুদ্ধিমানের কাজ হবে।

অট : সিরিজটির পাঠক সংখ্যা ক্রমান্বয়ে কমছে তাই এটা আর কন্টিনিউ না করার চিন্তা করছি)। সবাই ভাল হচ্ছে...চালিয়ে যান টাইপ কমেন্ট করছেন কিন্তু আমি চাই সবাই আরো খোলা-খুলি ভাবে আলাপ আলোচনা করুক যাতে আমি নিজেও কিছু শিখতে পারি। শেখার- শেখানর কাজটা ওয়ান ওয়ে না হয়ে বোথ ওয়ে হওয়া উচিত। বিশেষ করে নতুন শেয়ার বিনিয়োগকারীদের জন্য এই পোস্ট, যারা সাধারনত বন্ধু বা পরিচিত কারো কথা শুনে তাদের প্রথম বিনিয়োগ স্বীদ্ধান্ত নেন। আর বলাই বাহুল্য বেশির ভাল ক্ষেত্রেই ধরা খান আমার নিজের অভিগ্যতাও তাই।

এই একবারই লস দিয়েছি, বলতে পারেন ঢুশ খেয়ে হুশ হয়েছে আর কি এর আগের পোষ্টে একটা চেক লিস্ট দিয়েছিলাম আজ হাতে কলমে মানে এখটা উদাহরন দিয়ে ব্যাখ্যা করব। DSE তে শেয়ার কেটাগরি রয়েছে ৫ টি - ১। A - নিয়মিত AGM ও নূন্যমত ১০% লভ্যাংশ প্রদানকারী। ২। B- নিয়মিত AGM করলে ও ১০% এর কম লভ্যাংশ প্রদানকারী ৩।

G- বাজারে অন্যর্ভূক্ত হলেও উৎপাদনে না যাওয়া কম্পানি। ৪। N- বাজারে অন্যর্ভূক্ত নতুন কম্পানি। ৫। Z- আনিয়মিত AGM ও ৬ মাস বা অধিক সময় ধরে উৎপাদন বন্ধ।

এ ছারা ব্যাবসার ধরন অনুযায়ি ২১ রকমের শেয়ার রয়েছে বাজারে - ব্যাবসার ধরন - কম্পানি সংখ্যা 1 Bank 29 2 Cement 7 3 Ceramics Sector 4 4 Corporate Bond 2 5 Debenture 8 6 Engineering 22 7 Financial Institutions 21 8 Food & Allied 23 9 Fuel & Power 10 10 Insurance 44 11 IT Sector 5 12 Jute 3 13 Miscellaneous 11 14 Mutual Funds 24 15 Paper & Printing 2 16 Pharmaceuticals & Chemicals 20 17 Services & Real Estate 6 18 Tannery Industries 5 19 Telecommunication 1 20 Textile 27 21 Treasury Bond 164 সূত্র: http://www.dsebd.org/by_industrylisting1.php এবার আসুন আমরা নিম্নক্ত শেয়ারটি কেনার ব্যাপারে স্বীদ্ধান্ত নেই - কম্পানি : ক (যদিও এটি কোন কল্পিত কম্পানি নয় ) কেটাগরি: IT Sector - মাত্র ৫ টি কম্পানি রয়েছে এই কেটাগরিতে সুতরাং তা মেনুপুলেট করা তুলনামূলক সহজ Last Trade 50.00 52 Week's Range 26.5 - 88.9 - দাম বেশ ফ্লাকচুয়েট করে Face Value 10.0 Market Lot 500 Market Category A - ভাল Electronic Share Y - ভাল Total no. of Securities 22853600 Share Percentage: Sponsor/Director 52.24 Govt.0 Institute 0 Foreign 0 Public 47.76 Total no. of Securities 22853600 মানে প্রায় ১,০৯,৬৭, ৯২৮ (Total no. of Securities*Share Percentage) টি শেয়ার ও ২১,৯৩৯ টি লট (১,০৯,৬৭, ৯২৮/৫০০) রয়েছে সাধারন বিনিয়োগকারীর হাতে। অর্থাৎ বেশ ভাল ভাবেই একে মেনুপুলেট করা সম্ভব। Authorized Capital in BDT* (mn) 300.0 Paid-up Capital in BDT* (mn) 229.0 দুট বেশ কাছাকাছি ফলে বোনাস শেয়ার পাবার সম্ভবনা কম আর পেলেও তার পরিমান বেশ কম হবে। Last AGM Held: 24/12/2009 Bonus Issue 12%B 2009, 6% 2008, 10% 2007 - পূর্বের ইতিহাস ও তাই বলে ( বোনাস শেয়ার পাবার সম্ভবনা) Right Issue n/a Year End 200906 - আর এখন এপ্রিল মানে ২ মাস পরেই লভ্যাংশ ঘোষনা করবে। ফলে দামও বেশী হবে।

Current Price Earning Ratio (P/E) (Based on Continuing operation) 52.19 Basic EPS in BDT* (Based on continuing operations) 0.24 শেয়ার প্রতি আয় মাত্র ০'২৪ ও P/E ৫২ ! যা কোন মানদন্ডই ২০ সর্বোচ্চ ২৫ এর বেশি হওয়া উচিত নয়। আর আমাদের টাকা যেহেতু কম সেহেতু অনেক বেশি লট কিনে বাজার নিয়ন্ত্রন করাও আমাদের মত ছোট বিনিয়োগকারীর পক্ষে সম্ভব নয়। সুতরাং এই শেয়ার না কেনাই বুদ্ধিমানের কাজ হবে। অট : সিরিজটির পাঠক সংখ্যা ক্রমান্বয়ে কমছে তাই এটা আর কন্টিনিউ না করার চিন্তা করছি)। সবাই ভাল হচ্ছে...চালিয়ে যান টাইপ কমেন্ট করছেন কিন্তু আমি চাই সবাই আরো খোলা-খুলি ভাবে আলাপ আলোচনা করুক যাতে আমি নিজেও কিছু শিখতে পারি।

শেখার- শেখানর কাজটা ওয়ান ওয়ে না হয়ে বোথ ওয়ে হওয়া উচিত। শেয়ার বাজার বিষয়ক সকল পোস্ট একত্রে পেতে ক্লিক করুন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.