আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার বাজারে কি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে অনলাইন শেয়ার ট্রেডিং?

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার লেনদেনে বহুল প্রত্যাশিত ওয়েব-বেইজ ট্রেডিং সিস্টেম মেম্বার সার্ভার অ্যাপলিকেশন (এমএসএ) প্লাস সফটওয়্যার পরীক্ষামূলক চালু হয়েছে। বুধবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী ডিএসইর ট্রেনিং একাডেমি কক্ষে এ সফটওয়্যার অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান খান, পরিচালক আহমেদ রশীদ লালী, সিইও সতিপতী মৈত্র, সিটিও আসম খায়রুজ্জামান, সিইও বিগ্রেডিয়ার জেনারেল জহুরুল আলম, জিএম শেখ মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন। ডিএসইর সভাপতি শকিল রিজভী বলেন, ‘বর্তমান অনলাইন যুগের বিবেচনায় সফটয়্যারটি নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত করা হবে। এ সফটয়্যার হ্যাকারদের আক্রমণের শিকার হবে না বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘এ পদ্ধতিতে সরাসরি বিনিয়োগকারীরা অনলাইনের মাধ্যমে লেনদেন করতে পারবেন। তবে এ জন্য দেশের ব্যাংকগুলোকে অনলাইনে নিয়ে আসতে হবে। তাছাড়া সম্পূর্ণ অনলাইন সিস্টেম চালু করা সম্ভব নয়। ’ ডিএসইর সিনিয়র সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটো সাংবাদিকদের জানান, এমএসএ প্লাস সফটয়্যার বুধবার থেকে আগামী ১৮ আগস্ট পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হবে। প্রতিদিন সাড়ে ৪টা থেকে ৭টা পর্যন্ত এ ট্রেডিং চলবে।

তিনি আরও বলেন, এ ট্রেডিংয়ের সময় কোনো প্রকার সমস্যা ও জটিলতা দেখা দিলে আইটি সেকশন তা তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করবে। এমএসএ প্লাস সফটওয়্যারের আজকের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিন ব্রোকারেজ হাউজের ৫ জন করে ১৫ জন প্রতিনিধি। হাউজ তিনটি হচ্ছেÑ ব্যাংক এশিয়া লিমিটেড, শাইক সিকিউরিটিজ লিমিটেড ও ফরিদা রাকিব সিকিউরিটিজ লিমিটেড। সূত্র: বিডিনিউজ২৪.কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.