আমাদের কথা খুঁজে নিন

   

রুবাইয়াত ই খইয়াম-৫

রংপুর চার উপাদান, সাত আসমানে সৃষ্ট মোদের জগতখানি, এই চার আর সাথের মাঝে জ্বলছে তোমার পরানখানি, প্রাণ ভরে নাও দ্রাক্ষা সুরায়, সহস্রবার বলছি তোকে, আসবি না ফের বাইতে হেথায় জীবন নদীর খেয়া খানি......। চিত্ত করো বিত্তশালী, পিত্ত করো ধীর স্থির, দুঃখ ব্যথায় রুক্ষ হয়ে কাঁপিস নে ভাই, থাকিস বীর, অভাবে যার স্বভাব শান্ত, সেই সাধকের সাধক হও, ষড় রিপু দমন করো, ফুল সিরাতের পাবে তীর...।। খৈয়াম তুমি জ্ঞানের তাঁবু করলে সেলাই জীবন ভর, জীবন তাঁবু সেই তোমার ই কাটছে কীটে খড়াত খড়, নিয়তি এক আছে জেনো, নিয়ম যাহার নিরংকুশ, সেই নিয়তির মূর্তি আসবে হঠাৎ ভয়ংকর......। নব জীবনের সলাজ মধুর বিস্ময়ে সচকিতা, সাথে থাকো যদি লীলায়িত তনু, মধুমুখি মধুমিতা, তনুতে মুছায়ে তনুর পিপাসা, আর যদি গাহো তুমি, ফেরদৌসের সমারোহে হবে এ বনানী সুশোভিতা...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.