আমি সবার চক্ষুষূল
জী জনাব, এই রুবাইয়াত ওমর খৈয়াম/FitzGerald এর রুবাইয়াত না!
FitzGerald ভাইজানে তো ওমর খৈয়ামের রুবাইয়াত রে নিজের মতো কইরা অনুবাদ করছিল মাত্র।
যেইখানা পইড়া খালি শরাব খাইতে আর মাইয়া লইয়া মাইত্তা থাকতে ইচ্ছা করে!
FitzGerald এর রুবাইয়াত পইড়া যেমন ওমর খৈয়ামরে চেনন যায় না ঠিক তেমন "মেহেরজান" দেইখা রুবাইয়াত আফার পরতিভারে চেনন যায় না!
জানেন রুবাইয়াত আফায় কি কইছে? হে কইছে,
"এ ছবির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। তাই দক্ষিণ এশিয়ায় ইতিহাস নিয়ে যারা কাজ করেন, বীরাঙ্গনাদের জীবনী নিয়ে কাজ করেন, তাদের কাছে আমি ছবির সিডি পাঠিয়েছি। আমি বিশ্বাস করি, যারা এই ছবির বিরুদ্ধে কিছু না বুঝেই বিতর্ক করছেন তারা লজ্জা পাবেন ইতিহাসবিদদের কাছ থেকে জবাব আসার পর।"
আফায় আরও কইছে,
"এই ছবি নিয়েতো মুক্তিযুদ্ধ যাদুঘর কিছু বলেনি। মফিদুল হক কি কিছু বলেছেন, আলী যাকের কিছু বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের কোনো শিক্ষক কি এর প্রতিবাদ করেছেন, মুনতাসীর মামুন কি কোনো আপত্তি উত্থাপন করেছেন? তারা তো কিছু বলেননি। বলছে কিছু ছেলে, যারা ব্লগে ‘আযাইরা’ লেখালেখি করে সময় কাটান। তাদের এই কর্মকাণ্ড পুরো জাতীর জন্য লজ্জাজনক।"
হায়রে হায়! "আজাইরা" কিছু পোলার লেখালেখির লাইগা আফার ছবিডার প্রদর্শনী বন্ধ হওয়া গেলো!
আফায় কইলাম এই সব আজাইরা ব্লগারগো থ্রেট দিয়া রাখছে!
"তারা কতোটুকু জানে মুক্তিযুদ্ধ নিয়ে? আর আমি আপনার মাধ্যমে তাদের বলে দিতে চাই, তাদের জন্য এক বিশাল লজ্জা অপেক্ষা করছে, যখন দক্ষিণ এশিয়ার খ্যাতনামা ইতিহাসবিদদের কাছ থেকে এই ছবির প্রশংসা আসবে।"
"আজাইরা" ব্লগার ভাইরা সাবধান!
আফনাগো লিগা সামনে বহুত লজ্জা অপেক্ষা করতাছে!
রুবাইয়াত আফার মতো পরতিভারে কেউ চিনলো না রে!
আফচুচ!
রেফারেন্সঃ এই হানে ক্লিকান! আমি কিচ্ছু জানিনা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।