শাফিক আফতাব----------- ক্রোধ গলে গলে সুবাসিত ফুলের ঘ্রাণ হয়, আর পাঁপড়ি মেরে সৌন্দর্য বাড়ায়, এক সুন্দরতম বোধে শুভতার বাতাসের শিহরিত করে বিক্ষত দেহের লোম ; তুমি আরও গভীর আর নিবিড় হও, জুজু বুুড়ির ভয়ে অবুঝ শিশু যেমন সাপের মতোন পেচিয়ে ধরে বৃক্ষের ডাল। সহসায় অভ্যূত্থান ঘটে অভিজাত এলাকায়, একশত চার ডিগ্রির জ্বরের রোগী তুমি তোমাকে নিয়ে তখন চলে ডাক্তার দেখানোর আয়োজন। এভাবেই তুমি এলে আমি ভুলে যাই জন্মদাত্রী মায়ের নাম, যদিও তাঁকে তুমি হিংসা করো। করে এসেছে আবহমানকাল। তুমি সবকিছু ভুলিয়ে ভালিয়ে ছেলেভুলানো এক রূপকথা কথকের মতোন নিয়ে যাও এক নির্জন দ্বীপে, আমাকে দুলদুল ঘোড়ায় চড়ায়, রাজার সিংহাসনে বসাও, আমি চাবুক মেরে ঘুরি আসি তেপান্তরের মাঠ। স্খখন হলে পর মনে হয়, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, এই ডাইনি আমার জীবন চুষে চুষে খাবে। ০২.০৪.২০১৩২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।