আমাদের কথা খুঁজে নিন

   

একটি অভিজাত শাড়ি পড়ানো প্রতিষ্ঠান

আহমাদ ইউসুফ

ও শোনেন একটা কথা বলি।
আচ্ছা বল।
জানেন, আমাদের বাসায় একটা বোবা কাজের মেয়ে আছে।
ও তাই নাকি? আগে তো জানতাম না।
ও আজ কি করছে জানেন?
কি করছে?
ওর নাকি খুব শাড়ি পড়ার শখ উঠছে।


ও তাই নাকি? শখ উঠছে। মজার ব্যাপার তো!
কিন্তু সমস্যা হলো ও শাড়ি পড়তে পারেনা। শেষে আমাকেই পড়িয়ে দিতে হল।
ও আচ্ছা। তুমি নিশ্চয়ই ভালো শাড়ি পড়াতে পার।


ধুর! ভালো না ছাই। তবে কি, হোস্টেলের মেয়েদেরও প্রায়ই আমাকে শাড়ি পড়াতে হয়।
ও আচ্ছা ! তার মানে তোমার শাড়ি পড়ানোর হাত যথেষ্ট ভালো। আচ্ছা তুমি এক কাজ কর।
কি কাজ? জয়িতার প্রশ্ন।


তুমি একটা শাড়ি পড়ানো প্রতিষ্ঠান দিতে পার। আমি না হয় তোমাকে সার্বিক সহযোগীতা করলাম। তোমার প্রতিষ্ঠানের জন্য একটা সাইনবোর্ড থাকবে এরকমঃ

“যে হয় নারী সেই পড়ে শাড়ি”
নারীত্বের পরিপুর্ন বিকাশ শাড়ি পড়া নারী
“শাড়ি পড়ুন, নিজের সৌন্দর্যকে বিকশিত করুন”

“এখানে যতœ সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা শাড়ি পড়ানো হয়।
যেকোন অনুষ্ঠান, গায়ে হলুদ এবং বিয়ের কনের শাড়ি পড়ানো হয়।
আগ্রহী ব্যক্তিদের শাড়ি পড়ানোর উপর দুই সপ্তাহের শর্টকোর্স করানো হয়।


একটি অভিজাত শাড়ি পড়ানো প্রতিষ্ঠান।
প্রোঃ মিস জয়িতা আহমেদ
ফোন ঃ ০১৭৪৮----

এই! এই! চুপ। আর শুনব না। আপনি শুধু আমারে ইনসাল্ট করেন। ভালো হবে না কিন্তু।


আরে না না ! ইনসাল্ট করব কেন। আশ্চর্য্য! আমি তোমাকে ইনসাল্ট করতে পারি? এটা কোনো কথা বললা। আচ্ছা এক কাজ কর। তোমার একটা শাড়ি পড়া ছবি নিয়ে এস।
কেন আমার ছবি দিয়ে কি করবেন? জয়িতার প্রশ্ন।



কেন ধুয়ে ধুয়ে পানি খাব। বালিশের নিচে রেখে ঘুমাব আর সকাল সন্ধ্যা তোমাকে দেখব।
ইস শখ কতো! ভেংচি কাটে জয়িতা।
কেন এতে শখের কি হল? তোমার একটা ছবি আমি পেতে পারিনা।
না পারেন না।

আপনি না আমার বন্ধু? ছি! বন্ধুকে নিয়ে এমন বাজে চিন্তা করেনা।
আশ্চর্য বাজে চিন্তা কোথায় দেখলে। বন্ধুর একটা ছবি তো বন্ধু পেতেই পারে। তাই না?
জ্বি না। বয়ফ্রেন্ড হলে অবশ্য ভিন্ন কথা বলে জয়িতা।


তুমি এটা কি বললা? বয়ফ্রেন্ড না বইলা তুমি আমারে এমন অবহেলা করতে পারলা। আচ্ছা আমাদের বন্ধুত্ব থেকে তো কখনো প্রেম হতেও পারে। বর্তমানে বন্ধুত্ব থেকে প্রেম হওয়া তো নিত্য নৈমিত্তিক ঘটনা।
হ আপনারে কইছে। আগে হোক তারপর কইয়েন বলে জয়িতা।


এই জা- আ--নে---ন, আমার না খুব শাড়ি পড়তে মন চাইছে।
তাই নাকি? বাহ ভালো তো। শুভ লন দেখছি। শাড়ি পড়তে মন চাইছে তো পড়। আমাকে বলছ কেন? আর আমি কি করতে পারি? ঝাঝালো কন্ঠে বলল তমাল।

আর হ্যা, শোন লাইফের এইসব স্পেশাল ইফেক্টগুলো শুধু স্পেশাল মানুষদের জন্যই রাখা উচিত। বিশেষ বিশেষ ইমোশন শুধু বিশেষ মানুষের সাথেই শেয়ার করা উচিত। বুঝেছ?
হু বঝছি। আপনারে আর বুঝাইতে হইব না।
গুড।

এইতো লাইনে এসেছ।
আচ্ছা। আপনে এক কাজ করেন আমাকে একটা শাড়ি কিনে কুরিয়ার করে পাঠিয়ে দেন।
আশ্চর্য ! আমারে তো পাগলে পাইছে? তোমারে শাড়ি কিনে দেব কোন দুঃখে।
আহা সেকি কথা।

আমি বন্ধু হিসাবে কি একটা শাড়ি পেতে পারি না?
না পেতে পার না। কেন আমি না আপনার বন্ধু। বন্ধুকে একটা শাড়ি কিনে দিলে কি হয়?
দেয়া যায়। কিন্তু আমার এখন বিয়ের মৌসুম। এখন বউয়ের জন্য কেনাকাটার সময়।

আমি তো পাগল। না! বন্ধুকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনে দেই। না না বাপু ওসব হবেনা।
এটা কেমন কথা হইল বস। আমি একটা শাড়ি চাইলাম আর আপনে আমারে দুকথা শুনাইয়া দিলেন।

আপনে তো দেখি ভারী কিপ্টুস।
কিপ্টুস বল আর যাই বল তুমি কিন্তু শাড়ি পাচ্ছ না। আশ্চর্য আমার মতো একটা বন্ধু আপনার কাছে একটা শাড়ি চাইল আর আপনি তা দিতে সরাসরি অস্বীকার করলেন। ভারী আজব মানুষ তো বাবা। বন্ধুর জন্য দুহাজার টাকা খরচ করে একটা শাড়ি পর্যন্ত কিনে দিতে পারেন না।

আপনি কেমন মানুষ বুঝিনা।
পাম পট্টি দিলেও কোন লাভ নাই। আমার হিসাব অন্যরকম। আমার মতে বন্ধুকে তো এক কাপ চা আর ফুসকা খাওয়ালেই হয়। কে আবার এত টাকা খরচ করে গিফট দিতে যায়।


ওহ! তাই। বাহ! ভালোই বলেছেন বলে জয়িতা। বন্ধুত্বকে আপনি এতো ছোট করে দেখেন তা জানা ছিল না।
তবে হ্যা তোমার বিয়ের সময় অবশ্য একটা শাড়ি আমি গিফট হিসাবে দেব ভাবছি।
ও।

তাহলে তো হয়েই গেল, ওই শাড়িটাই তাহলে এখন দেন।
জ্বি না ম্যাডাম। সে সুযোগ নেই। আগে বিয়ে ঠিক হোক তখন দেখা যাবে। আর একটা মজার ব্যাপার কি জানো আমার সব মেয়ে বন্ধুকেই একটা করে শাড়ি গিফট দেব ভাবছি।




হইছে লাগত না আপনার শাড়ি। আমি আপনার মতো কিপ্টুসের শাড়ি পড়ি না। আপনার শাড়ি আপনার বউরেই দিয়েন। যাক বাবা বাচা গেল মেকি স্বস্থির নিঃশ্বাস ছাড়ে তমাল।

শোন এখন আর এতো ফোন টোন কর না তো।


কেন কেন? ফোন আবার কি দোষ করল?
না মানে এখন তো বিয়ের মৌসুম তাই বলছিলাম আর কি!
কেন ফোন করলে কি হয়? আমার ইচ্ছা আমি ফোন করমু। আপনারে কথা কইতে কে কইছে? ফোন ধইরেন না।
না তা কি আর হয়? তুমি ফোন দিবা আর আমি ফোন না ধইরা পারি? এইটা তুমি কোনো কথা বললা? না বোমা ফাটাইলা।
হ! যা কইছি কইছি। আমার সাথে আপনার কথা কইতেই হইব।


বারে! বললেই হল। শোন,আমার আর এতো বন্ধুর দরকার নাই। আমি ভাবছি কিছু বন্ধু ছাটাই করব। পেপার পত্রিকায় পড় নাই। ফেসবুক, ইয়াহু, গুগল, মাইক্রোসফট এর মতো বহুজাতিক প্রতিষ্ঠান প্রায়ই তাদের কর্মী ছাটাই করে।


হ আপনেও তো দেখছি বহুজাতিক হইয়া উঠছেন? ভালোই পারেন।
বহুজাতিক হইছিই তো। আমি লেখক মানুষ না! শোন লেখকরা হচ্ছেন সার্বজনীন। তারা কোন নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ থাকতে চান না। কোন নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পদ নন।

তারা হল বহুজাতিক।
ওমা আপনে আবার লেখক হইলেন কবে? জয়িতার শ্লেষের ভঙ্গি।
এ আর নতুন কি? আমি তো একজন স্বঘোষিত অখ্যাত লেখক। আস্তে আস্তে প্রখ্যাত হব। তারপর সময়ের বিবর্তনে বিখ্যাতও হয়ে যেতে পারি।


আগে হন তারপর কইয়েন। ইস সামান্য ম্যাগাজিনে একটা লেখা ছাপা হইছে আর উনি লেখক হইয়া উঠছেন।
শোন আমার মতো ছাপোষা লেখকরাই একদিন হুমায়ূন, আনিসুল হক, জাফর ইকবাল হয়ে উঠবেন। এতে আর সন্দেহ কি?
সন্দেহ আছে বলেই তো বলছি। আশ্বর্য্য সবাই মনে হয় মায়ের পেট থেকেই বিখ্যাত হয়ে জুেছেন? শোন এতো ডিসগ্রেইজ কইরো না।

দেখবা এই অখ্যাত রাইটারই একদিন দেশজোড়া লেখক হইয়া উঠব। বলে হো হো করে হাসতে থাকে তমাল।
হ কইছে আপনারে। আগে হন তারপর কইয়েন।
শোন তখন কিন্তু নাতী-নাতনীদের সাথে গল্প করতে পারবা।

“এই জানিস তোরা, অমুক রাইটার একসময় আমার বন্ধু ছিল। পাগল একটা কোথাকার। একবার বলে কি জানিস, “তোমাকে আমার পছন্দ। তোমাকে বিয়ে করতে চাই”। আশ্চর্য্য এটা কি হয় তোরাই বল? বন্ধুকে কি বিয়ে করা যায়? তখন তোমার নাতি নাতনিরা কি বলবে জান?
কি বলবে? সাগ্রহে জানতে চায় জয়িতা।


বলবে ওহ! দাদী তুমি আসলেই ভুল করেছ। উনার মতো এমন বিখ্যাত লেখকের প্রস্তাব এভাবে ফিরিয়ে দেয়া মোটেও উচিত হয়নি। উনি আমাদের দাদা হলে কতইনা ভালো হতো! তুমিও বলবে, হ্যারে ভুলই করছি। আর আমি কি জানতাম উনি এমন বিখ্যাত হবেন। জানলে তো আর এমন ভুল করতাম না।

” হা হা । তমালের অট্টহাসি।
ইস! আমার বয়েই গেছে উনার জন্য আফসোস করতে।
তখন অবশ্য আফসোস করে কোন লাভ নাই। আমি তো তখন বিখ্যাতদের কাতারে চলে যাব।

তখন আমার চারপাশে থাকবে তন্বী কিশোরী মেয়েদের ভীর। দেখনা তরুনী মেয়েরা কিভাবে সেলিব্রেটিদের সান্নিধ্য পাওয়ার জন্য আকুপাকু করে।
আপনে ওই আশাতেই থাইকেন। মুখ ভেংচি কাটে জয়িতা।

আহা চটছ কেন? এটাই তো বাস্তবতা।

তখন দেখা যাবে তোমার মতো একজন প্রৌড়া রমনীর জন্য আমার কোনই আগ্রহ থাকবে না। বলে তমাল।
একটা মারব কিন্তু আপনারে। বেশি পন্ডিত হইছেন। শোনেন লেখকরা কিন্তু লুজ ক্যারেক্টার হয়।

আপনে আবার ওইরকম হইয়েন না।
হলে দোষ কি? আরে বিখ্যাত মানুষদের এমন একটু আধটু খারাপ হওয়া দোষের কিছু না।
এটা কি কইলেন বস? সৎ চরিত্র সৎ আচারন সবসময়ই কাম্য। বিখ্যাত হন আর অখ্যাত হন তাতে কি, সৎ চরিত্রের মর্যাদা সর্বত্র বলে জয়িতা।
হয়েছে হয়েছে আর বলতে হবে না।

আমি খারাপ হলে তাতে তোমার কি? তোমার সাথে আমার সাতেও নাই পাচেও নাই। তোমার কথা শুনতে যাব কোন দুঃখে।
ওমা এই ছেলে কয় কি বন্ধু হিসাবে চাইছি একটা শাড়ি। তাতো দিবেই না উল্টো এত কথা শুনাইয়া দিল। কোন কুনে যে আপনার সাথে বন্ধুত্ব পাতাইছিলাম তা আল্লাহ মাবুদ জানেন।

কুন না বল সুন। আমার মতো বন্ধু তুমি সারা জীবনেও কোথাও পাবে না বলে হো হো করে হাসতে থাকে তমাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.