আমাদের কথা খুঁজে নিন

   

আপনার শিশুটি ঠিকভাবে বেড়ে উঠছে কিনা সেটি বুঝবেন কিভাবে? ( পর্ব দুই)

ডা: শাহরিয়ারের পোষ্ট এই পোষ্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে দয়া করে আমার ফেসবুক পেজ এর Wall এ প্রশ্নটি করুন। আপনার শিশুটি ঠিকভাবে বেড়ে উঠছে কিনা সেটি বুঝবেন কিভাবে? ( পর্ব এক) দেড় থেকে ৫ বছর বয়সি শিশুদের বেড়ে ওঠার ধাপ বা Milestones। দেড় বছর বয়সের শিশু জিনিসপত্র চিনতে পারে, কলম দিয়ে আকিবুকি আকতে পারে, একা একা হাটতে পারে, কাপ থেকে খেতে পারে, চামুচ দিয়ে খেতে পারে। ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি দেড় বছর বয়সের শিশুটি আঙ্গুল দিয়ে নির্দেশ করতে না পারে, একা একা হাটতে না পারে। দুই বছর বয়সের শিশু অন্যদের নকল করতে পারে, অন্য শিশুদের, নাম শুনে জিনিসপত্র চিনতে পারে, মুখে বলে নির্দেশ দিলে পালন করতে পারে, দৌড়ানো শুরু করে, বল ছুড়তে পারে, সোজা রেখা বা বৃত্ত আকতে পারে।

ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি দুই বছর বয়সের শিশুটি মুখে বলে নির্দেশ দিলে পালন করতে না পারে, দুটির বেশী শব্দ বলতে না পারে। তিন বছর বয়সের শিশু ২ বা তিনটি শব্দ বিশিষ্ট বাক্য বলতে পারে, একা একা জামা পড়তে পারে, হাতল বা সুইচ চাপতে পারে, তিন চাকার সাইকেল চালাতে পারে, দৌড়াতে পারে, সিড়ি বেয়ে উঠতে পারে। ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি তিন বছর বয়সের শিশুটি সিড়ি বেয়ে উঠতে না পারে, ২ বা তিনটি শব্দ বিশিষ্ট বাক্য বলতে না পারে, কারো চোখের দিকে না তাকায় । চার বছর বয়সের শিশু নতুন খেলা খেলতে ভালোবাসে, নিজের পছন্দ বলতে পারে, গল্প করতে পারে, কিছু রং এবং সংখ্যা চিনতে পারে, ছুড়ে দেয়া বল ধরতে পারে, এক পায়ে দাড়াতে পারে, কিছু অক্ষর দেখে লেখতে পারে। ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি চার বছর বয়সের শিশুটি লাফাতে না পারে, কথা অস্পস্ট থাকে, খেলায় কোন আগ্রহ না থাকে।

পাচ বছর বয়সের শিশু অন্য শিশুদের সাথে বন্ধুত্ব করে, জেদ করতে পারে, ছেলে এবং মেয়ের ভেতর পার্থক্য করতে পারে, নাম ঠিকানা বলতে পারে, ১০ পর্যন্ত গুনতে পারে, ডিগবাজী খেতে পারে, দোল খেতে এবং বেয়ে উঠতে পারে। ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি পাচ বছর বয়সের শিশুটি কোন আবেগের প্রকাশ না করে, কোন কিছু আকাতে না পারে, খেলায় কোন আগ্রহ না থাকে। । সুত্র Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.