আমাদের কথা খুঁজে নিন

   

হিরোশিমা - নাগাসাকি এখন আমাদের দেশেই

কাছাকাছি৯৬ হাজারো সমস্যার দেশ আমাদের বাংলাদেশ। অনেকের মতে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা। আমার মনে হয় আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হল জনসংখ্যা। এই বিশাল জনসংখ্যাকে শৃংখলাবদ্ধ করার জন্য যে দক্ষ রাষ্ট্র পরিচালক প্রয়োজন তা আমাদের দেশে অপ্রতুল। অবশ্য অপ্রতুল বলা সম্পুর্ন জায়েজ কিনা বলা মুশকিল।

কারন রাষ্ট্র পরিচালনার জন্য দেশে যোগ্য ব্যাক্তিত্ব রয়েছেন। কিন্তু তাদের যোগ্য আসনে বসাবার সাহসিকতা আমাদের নাই। দীর্ঘভুমিকা হয়ে যাচ্ছে। অথচ এখন পর্যন্ত্য নতুন কিছুই বলা হয়নি। দেশের বাহির থেকে বাংলাদেশে ঢুকার সময় কখনো জানালায় তাকিয়ে দেখেছেন আপনার বাংলাদেশকে? অবশ্যই দেখেছেন! কি সুন্দর আমাদের নদীমাতৃক বাংলাদেশ।

কবি ঠিকই বলেছেন – ‘এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি’। তারপরই কোন জিনিসটা আপনার চোখে পরে? আমার চোখে পরে চিরুনির দাতের মত হাজার হাজার ইটের ভাটার ধুয়া একজেষ্টর। বর্ষা ছাড়া আর প্রায় সবসময় তারা নিরলস বায়ু দুষন করে চলছে। এই দৃশ্য দেখলে কবি কি বলতেন জানি না। তবে আমি বলতে চাই – এমন দৃশ্য কোথাও খুজে পাবে নাকো তুমি।

হাজার বছর আগে থেকেই ইট পোড়ানো শুরু হয়েছে। কিন্তু আধুনিক বিশ্ব এখন ইট পোড়ানোকে প্রযুক্তির আওতায় এনেছে। আমরা রয়ে গেছি সেই আমলেই। অথচ বাংলাদেশের প্রচলিত আইন (১৯৮৯) অনুযায়ি নুন্যতম ৫০ টি পরিবার বাস করে অথবা ৫০টি বনজ কিংবা ফলের বৃক্ষ সম্মৃদ্ধ বাগানের আছে এমন অঞ্চলের ৩ মাইলের মধ্যে ইটের ভাটা সম্পুর্ন নিষিদ্ধ। ইদানিং পত্র পত্রিকা দেখলে মনে হয় না এই আইন কার্যকর রয়েছে।

জানা যায়, ইটের ভাটা খোলার আবেদন করেই ভাটাতে ইট পোড়ানো শুরু হয়ে গেছে। কিংবা যেখানে ৪ট ইটের ভাটা কাগজপত্রে রয়েছে সেখানে ৫০টির বেশি ভাটা কার্যক্ষম। উন্নয়নের গতিধারার সাথে আমাদের পরিবেশের দিকটা রক্ষা করা যেন মাত্র কাগজেকলমেই রয়ে যাচ্ছে। আমার কৃষিবিদ বন্ধু মুক্তি একবার অনুযোগ করে বলেছিল, ‘তোমাদের এই ফরেন রেমিটেন্সের উপর মাঝে মাঝে প্রচন্ড রাগ হয় আমার’। হঠাৎ করে দেশের আমুল পরিবর্তন অথচ এই পরিবর্তনের সাথে সাথে বলিষ্ট আইন হারমোনাইজ করছে না।

অপর দিকে আমরা অন্য রাষ্ট্রকে দোষ দিয়ে যাচ্ছি যে পরিবেশ নষ্টের জন্য তারাই দায়ী। আমি বলছি না অন্যরা নির্দোষ। কিন্তু নিজেদের দোষগুলিকেও ওভার লুক করলে চলবে না। দেশে দ্রুত উন্নয়নের সাথে তাল মিলিয়ে আইন-কানুন-পরিবেশ আপডেইট রাখা প্রয়োজন। আর আইন থাকলেই হবে না।

এর প্রয়োগটাও ব্যাপক হতে হবে। ইটের ভাটা একটা মাত্র উদাহরন। গত ২০ বছরে দেশের ইনফাস্টাকচারে যে ব্যাপক পরিবর্তন এসেছে তাকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি সরকারকে অনুরোধ জানাই যেন এই হারমোনিটা ধরে রাখে। উন্নয়ন হচ্ছে, মানুষের সাধ্য-স্বাধিনতা-ক্ষমতা বেড়েছে।

তাই আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। নাগরিক হিসাবে জনগনের উপরও কিছু দায়িত্ববর্তায়। আমাদের নাগরিক দায়বোধও আপডেইট করতে হবে। দায় সারা ভাব নিয়ে থাকলে চলবে না। ৭১-এ স্বাধীনতা এনে দিয়েছে আমাদের পূর্ব প্রজন্ম – সেই স্বাধিনতার যথেচ্ছাচার ব্যাবহারকে সহ্য করা দেশের স্বাধিনতার সাথে বেইমানির সামিল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.