আমাদের কথা খুঁজে নিন

   

হিরোশিমা দিবস- জাপানীজদের দায়সারা অনুভূতি!

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!

কোন ক্লাশে যেন পড়েছিলাম- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা আর নাগাশাকিতে আমেরিকার পারমানবিক বোমা হামলার সেই লোমহর্ষক বর্ণনা। তখন থেকেই ঘটনাটা আমাকে দারুণ ভাবে নাড়া দেয়। এই দিনটি আমাদের দেশে এখনো যথেষ্ট গুরুত্ব সহকারে স্বরণ করা হয়ে থাকে। প্রতিবারের মতো আজো বাংলাদেশের প্রায় সবগুলো পত্রিকা এটা গুরুত্ব সহকারে ছেপেছে। আজ সেই ৬ই আগস্ট, তাই সকাল থেকেই উত্সুক ছিলাম এদের প্রতিক্রিয়া দেখার জন্য। কিন্তু আমি খুউবি অবাক হয়েছি-এদের ব্যবহারে, কথাবার্তা, আলাপ-আলোচনায় কোথাও তার প্রভাব নেই। আমি শুনেছি, জাপানীজরা নাকি তাদের নতুন প্রজন্মকে এমন কিছু শেখাতে চায়না যাতে তারা আমেরিকাকে ঘৃনা করে। অনেক তরুণ-তরুনী নাকি ঐ ঘটনাটা ভালোভাবে জানেই না। তখন বিশ্বাস করিনি, আজ আর না করে পারছি না। দেখুন জাপানের অন্যতম ইংরেজী পত্রিকা “The Japan Times” এর আজকের প্রথম পেজ! http://www.japantimes.co.jp/

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.