হত ৩ তালেবান যোদ্ধাদের মৃতদেহের উপর দাঁড়িয়ে মার্কিন নৌবাহিনীর ৪ সদস্যের মূত্রত্যাগের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। এদিকে মার্কিন নৌবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি। আর ওই ফুটেজে যা দেখানো হচ্ছে, তা আমাদের নৌবাহিনীর নৈতিক মূল্যবোধের সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। তবে, ভিডিওটির ব্যাপারে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে মার্কিন সেনাবাহিনী। অনলাইন বিবিসি ও কয়েকটি বার্তা-সংস্থার বরাতে জানা গেছে, তালেবান যোদ্ধাদেরকে এভাবে অবমাননার ভিডিও ফুটেজটি ইউ টিউব ও অন্যান্য ওয়েবসাইটগুলোতে ছাড়া হয়েছে।
এতে দেখা গেছে, যোদ্ধাদের বিশেষ পোশাক পরিহিত মার্কিন নৌবাহিনীর ওই সদস্যরা অত্যন্ত তাচ্ছিল্যের ভঙ্গিতে ৩ আফগান যোদ্ধার নিথর দেহের উপর দাঁড়িয়ে মূত্রত্যাগ করছে। তাদের মধ্যে এক সদস্য ওই মৃতদেহগুলোর উদ্দেশ্যে রসিকতার সুরে বলছে, চমৎকার একটি দিন কাটাও, বন্ধু। অপর এক সদস্য মূত্রত্যাগের বিষয়ে অশ্লীল একটি মন্তব্য করে। প্রথমবার দেখে ওই ভিডিওটিকে আসল বলেই মনে হয় বলে মন্তব্য করেছেন মার্কিন দুই সেনা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের একটি মুসলিম মানবাধিকার সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিয়ন প্যানেট্টার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
ওদিকে মূত্রত্যাগের এ ঘটনা আফগানিস্তানের নাগরিকদের মধ্যে মার্কিন-বিদ্বেষী মনোভাবকে আরও অনেক বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।