অনেক ইচ্ছা থাকা সত্বেও ধর্মের বিধানগুলো নিয়মিত মানা হয়না। তবে ধর্মের প্রতি অসম্ভব শ্রদ্ধা আমার।
একজন মুসলমান হিসেবে ইসলাম ধর্মকে যতটা ধর্মীয় দিক থেকে বড় লাগে তার'চে বেশি লাগে ঐতিহ্যের বিবেচনায়। আজ থেকে ১৫'শ বছর পূর্বে বিদায় হজ্বের ভাষণে আরবের মাটিতে দেড় লাখ আরববাসীর সামনে হযরত মুহাম্মদ যখন জানান দিয়ে দেন, আজ থেকে কোনো কালোর উপর সাদার, অনারবের উপর আরবের কোনো কর্তত্ব থাকবেনা।
- তখন ওই ধর্ম ইসলাম যে কতটা উপরে ওঠে যায় তা হিসেব করা অসম্ভব হয়ে পড়ে।
অসম্ভব হয়ে যায় যে কোনো বিভেদ বৈষম্য। কিন্তু
সেই ধর্মের মানুষ যখন নিজেরা নিজেরা জড়িয়ে পড়ে সংঘাতে। তখন তা মেনে নেয়া খুবই কঠিন হয়ে পড়ে।
আমাদের জাতীয় মসজিদে ইদানিং প্রায়ই এ জাতীয় ঘটনা ঘটছে। আজ কিছু হয়েছে কি না জানিনা।
তবে আজ নামাযের সময় বায়তুল মোকাররমের পাশ দিয়ে যেতে যেতে একটা অন্যরকম অনুভুতি হলো।
নামায প্রায় শেষ দিকে। আশেপাশের নিরাপত্তায় নিয়জিত পুলিশ বাহিনীর সদস্যরা ঘড়ি দেখে প্রস্তুতি নিচ্ছে। বিষয়টা এরকম নামায শেষ হলেই মারামারি আশংকা। সেটা সামাল দিতেই এই প্রস্তুতি।
ভীষন হতাশ হলাম। এমন হবে কেন? কেন শান্তির ধর্মের মানুষের মাঝে এই অশান্ত ভাব? কেনই বা জাতীয় মসজিদে পবিত্র জুমার নামাযের সময়টাতে পুলিশ মোতায়েন রাখতেই হয়?
অবাক লাগে, আমাদের অবস্থা দেখে। কোথায় যাচ্ছি আমরা?
কারা নষ্ট করতে চায় ইসলামের সুমহান ঐতিহ্য?
কারা এভাবে উল্টোদিকে ঘুরিয়ে দিতে চায় এদেশে শান্তির ধর্মের প্রবাহমান স্রোত?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।