মোবাইল ফোন হারালাম। এ তো দেখি একটা শোকাচ্ছন্ন ব্যাপার। মেমোরি কার্ডে অনেক পারিবারিক ছবি ছিল, সাম্প্রতিক পাহাড়-সমুদ্র ভ্রমণের ছবিও ছিল অনেক। নাম্বারগুলোসহ সব গেল। রাত সাড়ে বারোটায় সেট হারানোর পর রাত দেড়টা পর্যন্ত ফোন করলেও পরে ওটা বন্ধ পাওয়া গেল, এখনো বন্ধ... হঠাৎ করে মনে হয় চিঠিযুগের স্তব্ধতায় পৌঁছে গেছি। ডাকঘর-এর অমল-সুধা; পোস্টমাস্টার-এর রতন বা ডাক-হরকরার দিনুর কথা মনে পড়তেছে। একদা অপেক্ষা করতাম, ধরো 'রক্তকরবী'র নন্দিনীর কথাও মনে পড়া উচিৎ। নন্দিনী কখনো চিঠি লেখেনি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।