আমি ভাল।
এই ধরুন আপনি একটি মোবাইল ব্যবহার করছেন তার ফলে যোগাযোগের বেলায় আপনি পাচ্ছেন অনেক সুবিধা অবশ্য একটি বাড়তি খরচ ও বেড়েছে প্রায় সকলেরই।কিন্তু যদি একবার আপনার মোবাইল নষ্ট হয় তাহলে বুঝবেন আপনার অবস্হা।প্রায় সব মোবাইলের দোকানেই দেখবেন মোবাইল সার্ভিসিং এর ব্যবস্হা আছে।আমার মোবাইল নষ্ট হয়ে গেছে যার ফলে আমি দশটি দোকানে গিয়েছি তারা আমাকে যা বলল আন্কেল ব্যাটাড়ি নষ্ট হয়ে গেছে,ফরমেট করতে হবে,নূতন কিনে ফেলেন,ঢাকা কোম্পানীতে পাঠিয়ে দিন,মোবাইলের ভিতরে চার্জ দেওয়ার পার্স্টটা নষ্ট,একটু ঠিক করে দিলাম না চললে আবার আসবেল। এই জাতিয় কথাবার্তা।আসলে তারা কেহই সঠিকভাবে কাজ যানেনা।কিন্তু এতে আমাদের কত ভুগান্তি।হায়রে মোবাইল সার্ভিসিং..............#(
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।