আমি একজন নিরাপদ ব্লগার
কিছু দিন আগে একটি পোষ্টিং দিয়ে ছিলাম !@@!535220 !@@!535221 নামে। কিন্তু এবার লেখতে হচ্ছে মোবাইল যন্ত্রনা নিয়ে।
আমি ও আমার বোন কখনই মোবাইল এ খোশ গল্প করা পছন্দ করি না। আমরা মোবাইল ব্যবহার করি নিতান্ত প্র্রয়োজনে। তাই মোবাইল রাখি নিজের কাছে ।
একান্ত আপন কেউ হলে তার সাথে খুব বেশি হলে পাঁচ মিনিট কথা বলি । কিন্তু অনেকেই খোশগল্পের জন্য এটা ব্যবহার করে যা অত্যন্ত বিরক্তিকর।
সেই দিন বার বার মিসকল আসছিল আমার বোনের মোবাইল এ। প্রথমে বুঝতে না পারলেও তারপর মোবাইল এ আসল কল।
-হ্যালো, আপনি কি পিংকি বলছেন?
- আপনি কে বলছেন?
-আমি কে? আপনি আমাকে চিনবেন না।
-আপনি কেন ফোন করেছেন?
-আমি আপনার সাথে কথা বলতে চাই।
-আপনাকে তো আমি চিনি না,কথা বলব কেন?
-আমি আপনার সাথে কথা বলতে চাই............
এর মধ্যে মোবাইল এর কানেকশান কেটে দিল আমার বোন।
এর পর সেই লোকটি আবারও ফোন করে বোনের মোবাইল এ। আমার বোন ভয়ে ধরতে চায় না মোবাইল।
তার ফোন ধরলে আপনাকে আমার ভাল লাগে এ জাতীয় কথা ।
নাম একটা বলে তো পরে আর একটি বলে।
একই পেচাল বার বার ।
এখন আমার বোন সেই মোবাইল নাম্বারটা সেভ করে রেখেছে । তার মোবাইল এলে ধরে না মাঝে মাঝে ধরলেও
দুরে কোথাও রেখে দেয়। এদিকে আম্মু একথা শুনার পর তারও অবস্থা খারাপ।
একবার আম্মু ধরে ছিল তার মোবাইল
তখন সেই লোক বলল, "বেয়াদব" ।
সে ভিন্ন মোবাইল থেকে বার বার কল দিচ্ছে। এখন কি করব বুঝতে পারছি না?
এটা কোন ধরনের মানসিকতা! আমরাও তো বিশ্ববিদ্ব্যালয় পড়েছি। মেয়েদের সাথে সম্পর্ক কখনোই খারাপ করিনি। আমি চিন্তা করেছি আমি যদি এ রকম করি তাহলে অন্য কেউ আমার বোনের সাথে এরকম করবে?
যারা এরকম করে তাদের বোনের সাথে এরকম করলে তারা কি করত?
সবাই সুস্থ চিন্তা করুক, এই আশায় বিদায় নিচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।