আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল চুরি হওয়াতে অবসর নিয়েছিল রকিবুল হাসান । মোবাইল আলাপনে আমাকে সব বললো রকিবুল ।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

মোবাইলটা রিসিভ করলাম। ওপার থেকে রকিবুলের কন্ঠ। চলুন ব্লগার ভাই বোনেরা রকিবুল এবং আমার কথোপকোথন টা শুনি । রকিবুল : কেমন আছিস দোস্ত? আমি : ভালো নেই। রকিবুল : কেন কি হয়েছে তোর? আমি : সব তো তোর কারনে রকিবুল : আমার কারনে মানে, বুঝিয়ে বল আমি : কেন তুই অবসর নিয়েছিলে? জানিস তোকে নিয়ে মানুষ কত কথা বলছে।

রকিবুল : বলুক তাতে আমার কিছু আসে যায়না। আমি : এটা কি ধরনের কথা বলছিস তুই? রকিবুল : হ্যাঁ, যা সত্য তা বলছি। আমি : সত্য টা কি একটু বলবি? রকিবুল : তোকে তো বলতে হবে কারন তুই তো আমার দোস্ত। আমি : এত কথা বাদ দিয়ে আগে ঘটনা টা খুলে বল। রকিবুল : বলছি।

আমি : বল। রকিবুল : আমি যে দিন প্রস্তুতি ম্যাচের শেষ দিন খেলে হোটেলে ডুকি সেদিনই ঘটনা টা ঘটে। আমি : হুম। রকিবুল : ঐ দিন আমাদের দল সহকারে মোটামুটি ১৭/১৮ জন হোটেল লবিতে ছিলাম। আমি : তারপর।

রকিবুল : ৩০,০০০ টাকা দামের কিনা একটা মোবাইল সেট ছিল আমার তুইতো জানিস আমি : হ্যাঁ জানিতো। রকিবুল : আমি এটা রেখে একটু ফ্রেশ রুমে গেছিলাম। আমি : তাতে কি হয়েছে? রকিবুল : ফ্রেশ রুম থেকে এসে দেখি যে মোবাইলটা আর নাই। আমি : কে নিয়েছে? রকিবুল : জানিনা সেখানে ওয়েটার, হোটেল ম্যানেজার, আমাদের দল সহকারে প্রায় ১৭/১৮ জন ছিল। আমি : মোবাইলটা কোথায় রেখেছিলি? রকিবুল : একটা টি টেবিলের উপরে।

আমি : সাথে সাথে ফোন দেস নাই? রকিবুল : দিয়েছিলাম বন্ধ বলে। আমি : তোর কি কাউকে সন্দেহ হয়? রকিবুল : এত মানুষের ভিতর কাকে সন্দেহ করবো। আমি : তাতো ঠিক। তুই টিম ম্যানেজম্যান্ট কে কিছু জানাস নি? রকিবুল : সব জানিয়েছিলাম। আমি : ওরা কি ব্যবস্থা নিল? রকিবুল : কিছুই করলোনা।

উন্টা আমাকে বকাবকি করেছে। বলছে যে নিজের মোবাইলটা নিজে রাখতে জানে না সে কিনা আবার নালিশও করে। আমি : তোকে এসব কথা বলেছে? রকিবুল : আমার রাগ উঠে গেল, এবং সাথে সাথে সিন্দান্ত নিলাম আমি আর ক্রিকেট খে........... হটাৎ করে মাঝ রাতে আমার মোবাইলটা বেজে উঠল। দেখি যে সৌদি আরব থেকে আমার এক বোনের দেবর ফোন দিল। ঘুমটাও সাথে সাথে ভেঙ্গে গেল।

মনে মনে আমি তাকে বললাম, শালা তোর কারনে রকিবুলের সাথে স্বপ্নের ভিতর আমার পুরো কথাটা হলো না। পরে পুরো ঘটনাটা আমি তার সাথে তখন শেয়ার করি। এখন আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.