নতুন তাই ভূল হলে ক্ষমার চোখে দেখবেন সকাল থেকে মনটা এতটু ভালই ছিল। বাংলাদেশের প্রখ্যাত{প্রক্তহাত} ইসলামি চিন্তাবীদ, জমাতের সাবেক ও রাজাকারদের বর্তমান আমির গোলামে আযম (বড় মাপের কামলা) চোদ্দ শিকের ভেতর ঢুকছে। খবর শুইনা ভালই লাগল, মন চাইল মিষ্টি বিলাই। জামাত আবার মিছীল নামাইছে তাও আবার পাহাড়ী শাখার মহিলা দিয়া, এটা করাটা স্বাভাবিক। কিন্তু সমস্যা আন্ন জায়গায়, জামাত মিছিল করে করুক, ওদের দেখার জন্য পুলিশ আছে। ছাত্রলীগের কি দরকার সেখানে বাধা দেয়ার? কি দরকার আইন হাতে তুলে নেয়ার? কি দরকার ছাত্রাবাসে দাকাতি করার? পরের কাপরে আগুন দেয়ার? কুকুর কাম্রালে আমরাও কি কামরা ব? ভাই, মুক্তি যুদ্ধ দেখি নাই, তাই বলে এখনও চোখ বন্ধ করে থাকব? মাননীয় প্রধান মন্ত্রী, আমরা আম জনতা, দয়া করে আমাদের সাথে রাজনীতি করবেন না। আমরা দলীয় সংঘর্ষ দেখতে চাইনা, আমরা চাই, যুদ্ধাপরাধের বিচার, আমাদের লাখো শহীদের রক্তের বিচার, মা বোনদের সম্মান লুণ্ঠনের বিচার, দয়াকরে বিচারের নামে রাজনীতি করে জনগণকে ধোঁকা দেবেন না। আর পারলে ছাত্রলীগের লাগাম টেনে ধরুন ।( যদি পারেন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।