আজকে বাংলানিউজ২৪ এ আমাদের প্রধান মন্ত্রি পুত্র জয় এর সাতকাহন প্রকাশ করা হয়েছে। এই লিংকে দেখেন বেশী কিছু না বুঝলেও এইটুকু বুঝতে পারলাম আজকের ডিজিটাল বাংলাদেশে যা কিছু হইতাছে সব কিছুই তার অবদান। মানা না মানা'র দোটানায় না পড়ে শুধু বলতে চাই, যদি সব কিছু তিনিই করে থাকেন তবে আমাদের মন্ত্রিরা এতদিনে কত বস্তা ঘাস কাটলেন তার হিসাব দেন, সামনে কুরবানীর ঈদ, আমাদের গরুর জন্য দরকার হবে। আর যদি তিনি কিছু না করেন তবে বাংলা নিউজ২৪ কে অনুরোধ করব " দোহাই লাগে পারিবারিক রাজনীতির আগুনে ফু দিয়েন না, আর তৈল একটু কমান।" ব্যক্তিগত মতামত: অনেক শ্রদ্ধা করি আমি জয় ভাই কে। প্রধানমিন্ত্র পুত্র বা বঙ্গবন্ধুর নাতি বলে নয় একজন বাংগালী কম্পিউটার প্রকৌশলী বলে। জয় ভাই, দেশে আসেন রাজনীতিক হিসেবে নয়, একজন প্রকৌশলী হিসেবে, স্বাদরে গ্রহন করে নিব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।