আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুন্নিসা নূন স্কুলের নাম পরিবর্তন - হাসব না কাঁদব?



ভিকারুন্নিসা নূন বিদ্যালয়ের সম্ভাব্য নাম ও ইউনিফর্ম পরিবর্তন নিয়ে এর প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা খুবই চিন্তিত ও প্রতিবাদমুখর । কানাঘুষোয় শোনা প্রস্তাবিত নতুন ইউনিফর্ম লাল আর সবুজ, প্রস্তাবিত নতুন নাম................. থাক, এটা একটু পরে বলি । প্রথমত, খবরগুলো লোকমুখে শোনা, তাই সত্যতা যাচাই করার কোন উপায় নেই । ভিকারুন্নিসার ছাত্রীরা ফেসবুকে যে গ্রুপটি খুলেছেন তাতেও পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে । খবরগুলো নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অন্যপক্ষের প্রচারণা কিনা তাও বলা যাচ্ছেনা ।

আপাতত খবরগুলোকে শতকরা আশি ভাগ সত্য ধরে নিয়ে আমরা শুরু করি (তা নাহলে যে ধোলাই আগাচ্চেনা দাদা..........!!!) । লাল-সবুজ আমার অস্তিত্বের রঙ । আমি ভাববাদী, কিন্তু কেবল আমি নই, আমার চারপাশে বেশকিছু বস্তুবাদী লোকও দেখেছি যাদের বুকটা চিরে দেখলে দু'টো রঙই পাওয়া যাবে । তাই বলে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্মে এই রঙ দেখতে আমি রাজী নই । গাঢ় লাল আর সবুজ শ্রেণীকক্ষের পরিবেশের জন্য নয় ।

ভিকারুন্নিসা নূনের বর্তমান ইউনিফর্মটি এই জন্যই আমার কাছে বেশ পছন্দ । এমন কোন রঙ নেই তাতে যা চোখকে বা মনকে ধাক্কা দেয় । সাদা ও হালকা নীলের সমন্বয়ে বেশ শান্ত একটি পরিবেশের সৃষ্টি হয় যা পাঠদান ও পাঠগ্রহণের জন্য সহায়ক । নিছক জাতীয়তাবাদের খাতিরে শিক্ষার পরিবেশ নষ্ট করবার কোন মানেই হয়না । ভিকারুন্নিসা নূনের যেসব ছাত্রী ও প্রাক্তন ছাত্রী এ পদক্ষেপের প্রতিবাদ জানাচ্ছেন আমি তাদের সর্বান্তকরণে সমর্থন দিচ্ছি ।

লাল দৃষ্টিকটু ওই ব্যাজটাও সরানোর প্রস্তাব করছি (ব্যঙ্গ নয়)। এবার প্রস্তাবিত নামটির দিকে আগাই । প্রস্তাবিত নামটির ব্যাপারে যা শোনা যাচ্ছে তা সত্যিই অদ্ভুত । শুনছি প্রস্তাবিত নতুন নামটি নাকি, ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় !!! নামটা কি চেনা চেনা লাগছে? না লাগলে একটা সূত্র দেই । জনৈকা প্রাক্তন 'ভিকি' ফেসবুকের সেই গ্রুপটিতে লিখেছেন........ i just spoke to ****** ****, her dad used to be oi gaurdian der modhe je elected hoy uncle just confirmed the whole thing...fozilatuneesa apparently SMojib er wife er nam... এবার চিনতে পারলেন? মানলাম, জাতির পিতার স্ত্রী ফিরোজ খানের স্ত্রীর মত সম্ভ্রান্ত জমিদার বংশের কন্যা ছিলেননা, বিশিষ্ট সমাজসেবিকা ছিলেননা, দেশের জন্য অনেককিছু করে যেতে পারেননাই ।

তাই বলে কি তাঁর নামটা মানুষ জানবে এই প্রত্যাশা আমুরা করতে পারিনা? ভিকারুন্নিসার ছাত্রীরা দাবী করতেই পারেন, এত বছর ধরে চলে আসা তাঁদের বিদ্যালয়ের ঐতিহ্যবাহী নামটা না পাল্টাক । এখানে আমার কোনই আপত্তি নেই । আমার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব উঠলে হয়তোবা আমিও প্রতিবাদ করবো । প্রতিবাদের রূপটি হয়তোবা এত প্রাণবন্ত হবেনা, we dun agri wit da nym FIZILATunnesa. :S (আবারও ফেসবুকের সেই গ্রুপ থেকে কোট) ??? বাঙালীর সমস্যাটা কোন জায়গায়? আমার ধারণা গোলযোগটা allegianceএর জায়গায় । নাহলে "পাকিস্তানী কোনকিছুমাত্রেই বর্জনীয় কারণ আমরা বাঙালী" এই ধারণার বদলে "অন্য নামমাত্রেই বর্জনীয় কারণ আমরা ভিকি" এই ধারণা গুরুত্ব বেশি পায় কি করে? এই শিক্ষার মূলে ব্যর্থতাটা কার? কাদের দিকে অঙ্গুলিনির্দেশ করে আমি বলব, স্বাধীনতাপরবর্তী প্রজন্মগুলোর মাথায় দেশের জন্য আত্মত্যাগ করা মানুষগুলোর নামধাম ইতিহাস গেঁথে দেয়া হয়নি কেন? কারা রাজাকার, কারা দেশের সংবিধানের পথিকৃৎ, এমনকি কারা পাকিস্তানী, এটাও তারা জানেনা ।

দোষটা কার? যারা স্বাধীনতাবিরোধী তাদের, নাকি যারা স্বাধীনতা বেচে খায়, তাদের? এইদিক দিয়ে নোয়াখালীর মানুষদের আমি প্রশংসা করি । নোয়াখালী রিজিওন একটা আলাদা স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত ছিল । নোয়াখালীর মানুষের বদ্ধমূল বিশ্বাস, সবার আগে নোয়াখালী । সরকারী পোস্টিং বলুন, মামলা মোকদ্দমা বলুন, ডাকসু ক্যান্টিনে খাবারের সিরিয়াল বলুন.........নিয়মকে ভেঙেচুরে বাঁকিয়ে হোক তারা আপন মানুষজনকে অগ্রাধিকার দেবেই । ভিকারুন্নেসার কন্যারা দেশে বিদেশে আমাদের মুখ উজ্জ্বল করেন ।

তাঁরা এখন দেশের মন্ত্রীসভায় আছেন, টিভির পর্দায় আছেন, ব্যুরোক্রেসিতে আছেন, ঘরে ঘরেও আছেন । তাঁদের কাছ থেকে কি আমরা শুনতে চাইতে পারিনা, সবার আগে বাঙালী?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.