আমাদের কথা খুঁজে নিন

   

শব্দহীন জগত থেকে বলছি - হ্যালো পৃথিবী !

ভালো এবং খারাপ একটা গ্রাফে বসিয়ে দেখার চেষ্টা করছি আমরা, বিভ্রান্তিকর তথ্যগুলোর জন্য বেশ সময় নষ্ট হচ্ছে লগ - ১ || ১১ জানুয়ারি ২০১২ ( পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী ) আমি শব্দহীন জগতের বাসিন্দা । শব্দহীন জগত সম্পর্কে কিছু কথা বলে নেয়া ভাল । আমাদের চিরচেনা এই জগতের সাথে শব্দহীন জগতের সবচেয়ে বড় পার্থক্য সেখানে কোন শব্দ নেই । শব্দ নেই বলেই গান নেই, পাখির কলতান নেই, জোড়ে জোড়ে বাচ্চাদের পড়ার শব্দ নেই । রাস্তায় গাড়ির শব্দ নেই, হর্ণের কানফাটানো আওয়াজ নেই , ক্যানভাসার[ক] একটানা বকবক নেই ।

বনে গাছের পাতায় পাতায় ঘষা লেগে তৈরি হওয়া ভৌতিক কোন শব্দ নেই, নেই কোন পশুর গর্জন [২] । আজব লাগছে না ? আমাদের বিজ্ঞানীরা মাটিতে তৈরি হওয়া কম্পন বিশ্লেষণ করে বহু আগেই বলেছিলেন যদি আমাদের চারপাশে গ্যাসিও[খ] কোন বস্তু থাকত তবে হয়ত আমাদের শোনার ক্ষমতা তৈরি হত । কিছুকাল আগে আমরা পৃথিবীর জ্ঞান ভান্ডারে প্রবেশের সুযোগ হয় , সেখান থেকে জানাগেল ঘটনা সত্যি । একটা সার্ভেয়িং টিমের সাথে ভাষা এক্সপার্ট হিসেবে পৃথিবীতে এসেছি কিছুদিন হল , ভাল লাগছে । তাই ভাবলাম পৃথিবীবাসিকে শব্দহীন জগতের কথা জানিয়ে যাই ।

আমাদের শব্দ শোনার ক্ষমতা নেই , মস্তিকের তরঙ্গ ব্যবহার করে আমরা যোগযোগ করি । তবে আমরা লিখতে পারি । বাংলাভাষার বর্ণগুলো দেখতে ভালো লেগেছে বলে আগে এটাই শিখলাম, এই ভাষার নাকি অনেক অতীত গৌরব, এমনকি ভাষার জন্য প্রাণ দেয়ার ঘটনাও নাকি আছে ! ওয়েব [৪] ঘেটে দেখলাম সামহোয়্যারইন সবচেয়ে বড় বাংলা ব্লগ , তাই এখানে লিখাটাই ভালো হল - বেশী মানুষজনের সাথে যোগাযোগ করা যাবে । আমার পরিচয়টা দেয়া হয়নি , আমার নাম বাংলায় লিখল হবে - ৎইউনৈ । পৃথিবীর মানুষের জন্য পাদটীকাঃ [১] আমাদের জগতের আসল নাম বলা আপাতত নিষেধ , তাই "শব্দহীন জগত" নামটাই আপাতত ব্যবহার করতে হচ্ছে ।

[২]এই অংশটুকুর জন্য একজন মানুষের সাহায্য লেগেছে, নিরাপত্তাজনিত কারণে তার নাম প্রকাশ করা হচ্ছে না [৩] "নৈঃশব্দের আর্তনাদ"[গ] নামটা শুনতে ভালো লাগে তাই রেখে ফেলেছি , পরে অর্থ ঘেটে দেখলাম নামটা ঠিক হয়নি । [৪] মানুষের তৈরি ওয়েব জিনিসটা ভাল লেগেছে । সহকর্মীদের জন্য পাদটিকাঃ [ক] যে রাস্তায় হেটে হেটে জিনিসপত্র বিক্রি করে । [খ] পদার্থের একটা অবস্থা যাতে অনুগুলোর মাঝে আকর্ষণ কম থাকায় তারা দূরে দূরে অবস্থান করে । [গ] আর্তনাদ - ব্যাথা বা কোনকিছুতে জোড়ে শব্দ করা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.