এরা শিক্ষক হন কিভাবে? কোন যোগ্যতায়?
ঘেন্না!!!!!
ভিকারুননিসার ছাত্রী ধর্ষণ : সাবেক অধ্যক্ষ হোসনে আরা ও লুত্ফরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ভিকারুননিসা কাণ্ড: লুৎফর রহমানের জামিন
ঢাকা: ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় বসুন্ধরা শাখা প্রধান লুৎফর রহমানের জামিন দিয়েছেন আদালত।
এর আগে বুধবার সকাল ১০ টায় তিনি ঢাকার চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পন করে জামিন চান।
একই অভিযোগে মঙ্গলবার আতœসমর্পন করে জামিন নিয়েছেন ভিকারুননিসা নূন স্কুলের প্রাক্তন অধ্যক্ষ হোসনে আরা বেগম। সংশ্লিষ্ট আদালতের বিচারক আরিফুর রহমান ১০ হাজার টাকার মুচলেকায় তার এ জামিন মঞ্জুর করেন।
গত সোমবার মামলায় প্রদত্ব অভিযোগপত্র নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় অভিযোগ আমলে নিয়ে হোসনে আরা ও বসুন্ধরা শাখা প্রধান লুৎফর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গত ২৮ নভেম্বর আদালতে দেয়া সম্পূরক অভিযোগপত্রে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখা প্রধান লুৎফর রহমান ও সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র পরিমল জয়ধরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মমলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা।
উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট এ মামলায় প্রথম চার্জশিট দাখিল করে বাড্ডা থানা পুলিশের পরিদর্শক এস এম শাহাদাত হোসেন। প্রথম চার্জশিটেও ভিকারুননিসা নূন স্কুলে লুৎফর রহমান ও হোসনে আরা বেগমকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র পরিমল জয়ধরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
উক্ত চার্জশিটের বিরুদ্ধে গত ২৫ আগষ্ট নারাজি দরখাস্ত দিয়েছিলেন ধর্ষিতার বাবা মাহমুদুল হক।
উক্ত আবেদন আমলে নিয়ে গত ১৪ সেপ্টেম্বর ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক একেএম মোস্তফা দেওয়ান পুলিশ পরিদর্শকের নিচে নয় এমন কর্মকর্তা দিয়ে তদন্ত করে ৩০ কার্য দিবসের মধ্যে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
কিন্তু অধিকতর তদন্তেও ভিকারুন নিসা নূন স্কুলের বসুন্ধরা শাখা প্রধান লুৎফর রহমান ও অধ্যক্ষ হোসনে আরা বেগম ধর্ষনে সহায়তা কিংবা আলামত নষ্ট করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হয়নি বলে সম্পুরক অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল।
এ মামলায় গত বছরের ৬ জুলাই পরিমল জয়ধরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে জেল হাজতে আছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।