Digital Bangladesh Warriors - fb.com/openbd প্রথমআলোর এই শিরোনামের নিউজটি এরকমঃ রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া থেকে আজ রোববার সকালে ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মা-বাবার দাম্পত্য কলহের কারণে মেয়েটি আত্মহত্যা করতে পারে বলে স্বজনেরা পুলিশকে জানিয়েছে।
নিহত দিহান মেহজাবিন ওরফে রিদিতা (১২) সপ্তম শ্রেণীতে পড়ত। মোহাম্মদপুর থানা থেকে জানানো হয়, টিক্কাপাড়ার হাজী চিনু মিয়া সড়কে মা-বাবার সঙ্গে থাকত রিদিতা। তাঁর বাবা হোমিও চিকিত্সক আলিউজ্জামান শেখ আর মা ফাতেমা সুলতানা চৌধুরী ভিকারুননিসা নূন স্কুলেরই শিক্ষক।
সকাল সাতটার দিকে রিদিতাকে রেখে বাসা থেকে বের হন তাঁর মা। এরপর সকাল নয়টার দিকে তার নানি রিদিতাকে নাশতা করার জন্য ডাকতে গিয়ে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
রিদিতার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মর্গে রিদিতার মামা কাওসার চৌধুরী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর গত তিন-চার মাস ধরে একমাত্র সন্তান রিদিতাকে নিয়ে মোহাম্মদপুরে বাবার বাড়িতে থাকছিলেন মা ফাতেমা চৌধুরী।
স্বামী আলিউজ্জামানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নারী নির্যাতনের মামলাও করেছেন ফাতেমা। মা-বাবার দ্বন্দ্ব, মামলা ও পৃথক থাকা মেনে নিতে পারেনি রিদিতা। মাঝেমধ্যেই সে বাবার সঙ্গে ফোনে কথা বলতে চাইলে তার মা নিষেধ করতেন। এসব নিয়ে মেয়েটির মানসিক অবস্খা ভাল ছিলনা। তাই সে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এখন বলেন এই নিউজটির শিরোনামে ভিকারুননিসা নামটি কিভাবে আসে ? বডিতে আসলে আসতে পারে। সংবাদমাধ্যম যারা চালায় এরা মূর্খ না ফাউল ? মতিকে সাংবাদিকতার প্রশিক্ষন নেয়ার জন্য সামুতে পাঠানো হোক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।