আমাদের কথা খুঁজে নিন

   

হোসনে আরাই ভিকারুননিসার অধ্যক্ষ: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানিয়ে দিয়েছেন আম্বিয়া খাতুন নয় হোসনে আরা বেগমই ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইনগত ভাবে হোসনে আরাই এখনো অধ্যক্ষ। প্রতিষ্ঠানিটি ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘মেয়াদ শেষ হওয়াতে পরিষদ অবৈধ হয়ে যায়। পরিচালনা পর্ষদ নির্ধারিত সময় নির্বাচন দিতেও ব্যর্থ হয়েছে তাই সেটি ভেঙ্গে দেওয়া হয়েছে। ’ পরিচালনা পর্ষদের একাংশের ডাকে বুধবার সকালে আয়োজিত সভাকেও অবৈধ ঘোষণা করে শিক্ষামন্ত্রী বলেন, ওই সভায় যে সিদ্ধান্ত হয়েছে সেটিও অবৈধ।

ভিকারুনননিসা স্কুলে চলমান সঙ্কটে তৃতীয় কারো ইন্ধন থাকতে পারে বলেও মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘গতকাল সকল শিক্ষা প্রতিষ্ঠানে শোক পালন করা হলো কিন্তু ভিকারুননিসায় কেক কেটে উল্লাস করা হলো। এটা কিভাবে সম্ভব?’ মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের এখানে কোনো দোষ নেই। তাদেরকে অন্য কেউ ব্যবহার করেছে। এদিকে ভিকারুননিসার ছাত্রীরা বৃহস্পতিবারেও তাদের ক্লাস বর্জন অব্যাহত রেখেছে।

ক্যাম্পাসে বিক্ষোভ দেখাচ্ছে তারা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.