ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার ছাত্রী ধর্ষণের প্রমাণ পেয়েছে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি। এছাড়া পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের সব শাখায় বিশৃঙ্খলা ঠেকাতে তৎকালীন অধ্যক্ষ হোসনে আরা ও পরিচালনা পর্ষদের ব্যর্থতা ও গাফিলতিকে দায়ী করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন আজ রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে জমা দেয়া হয়েছে। এরআগে বৃস্পতিবার ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুনের কাছে রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। গতকাল ঢাকা বোর্ড চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেয়ার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ঘটনায় ছাত্রী ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, পরিমল নামে একজন পাষণ্ড এ কাজ করেছে। তবে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা চাই এ পাষণ্ড শিক্ষকের চরম বিচার হোক। এজন্য আমাদের যা যা করার তাই করব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।