আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল প্রতারক থেকে সাবধান! আমি হারিয়েছি ৩৫০০ টাকা। আপনি কত?

কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। 'আমি এয়ারেটল কাস্টমার কেয়ার থেকে বলছি' কথার সূত্রপাত এখান থেকে। তারপরই বলল, আপনি ১৫০০০ টাকা বোনাস পেয়েছেন। তবে আপনার এই টাকা ক্যাশ পেতে এই নাম্বারে কল করুন। আমি একটু পরে ফোন করে ওকে ইচ্ছামত গালাগালি করতেই সে ফোনটা কেটে দেয়।

আসলে ঘটনা টা শুধুমাত্র এতটুকুই নয়। গতকাল আমার বউ ঘরে একা ছিল। তাকেও একইভাবে ফোন করে। আমি বোকা না হলেও সে বোকা হয়ে যায়। এবং বাসার নীচে ফ্লেক্সির দোকান থেকে সাড়ে তিন হাজার টাকা ঐসব প্রতারকদের প্রদত্ত নাম্বারে পাঠিয়ে দেয়।

আমি ঘটনাটা জানতে পেরে আমার বউকে গতকাল ইচ্ছামত শাসন করেছি। এমতাবস্থায় আমার বউ ৩৫০০ টাকা প্রতারনার ফাদে পড়ে হারিয়ে ফেলায় ভীষন আত্মঅনুশোচনার আগুনে পড়েছে। আমি জানি ৩৫০০ টাকা তেম কোন টাকা নয়। কিন্তু আমার বউয়ের বোকামি দেখে আমি হতবাক হয়ে যাই। বলা বাহুল্য, প্রতারকরা গতকালের সাফল্যের পথ ধরে আজ আমার নাম্বারে ফোন করেছে।

আরও বরা দরকার, আমার এবং আমার বউয়ের নাম্বার একই সিরিয়ালের পর পর দুইটি নাম্বার। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই ধরনের প্রতারনার কি কোন শাস্তি নেই? আমাকে যেই নাম্বার থেকে ফোন করা হয়েছে সেটি হচ্ছে : ০১৬৮৩০৮৮৯৮৫। আমি এই প্রতারনার শাস্তি কামনা করছি। এখানে এয়ারটেল কর্তৃপক্ষেরও সজাগ হওয়া উচিত। অন্তত নিজেদের নিরপরাধ প্রমান করার জন্য হলেও এই ধরনের প্রতারনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা উচিত।

আমি সকল ব্লগার কমিউনিটির সাহায্য প্রার্থনা করছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.