আমাদের কথা খুঁজে নিন

   

গনজাগরণ মঞ্চ আজ গতিহীন।কিন্তু কেন???

জনতার সংগ্রাম চলবেই এই গতিহীনতার পেছনে তিনটি কারণ আমার কাছে দ্বায়ী মনে হয়েছে। . . . . . . . . . . . . ১) আন্দোলনের লক্ষ্যহীনতা ও অপরিকল্পনা ২) দলীয়করণ এবং ৩) যোগ্য নেতৃত্যের অভাব। দুঃখ হয় এই ভেবে যে আজ গনজাগরণ মঞ্চ হালে পানে পাচ্ছে না। আরেকটি বিষয় আশে, সেটা হলো মঞ্চ থেকে ঘোষণা দেয়ার ব্যাপারটি। ঘোষনা মোমবাত্বি প্রজ্বলন পর্যন্ত ঠিক ছিলো।

সেদিন মঞ্চে না যেতে পারলেও বাসায় লাইট অফ করে মোম জ্বালিয়েছি। সে কি আবেগ...। ভোলার মতো না। লাগাতার স্লোগানে গলা ফাটিয়েছি। কিন্তু যখন জাতীয় পতাকা উত্তোলোনের ঘোষনা আসলো একটা মঞ্চ থেকে, আর মানতে পারলাম না।

কারণ এই ঘোষনাটা রাষ্ট্র ছাড়া আর কারো দেয়ার অধিকার নেই। আজকে যদি আওয়ামীলীগ বা বিএনপি বলে, আগামীকাল জাতীয় পতাকা অর্ধনিমিতো থাকবে। সেটা কি মেনে নেয়া যায়? জনসমর্থনতো তাদেরও আছে। আর ডা. ইমরান H সরকার...ঘুমু ঘুমু চোখে উনি উনার ইচ্ছামতো শব্দ ব্যাবহার করেন। সেদিন বক্তৃতা দিতে গিয়ে যা বললেন...সরকার নাকি আল্টিমেটাম না মেনে গনজাগরণ মঞ্চের প্রতি অশ্রদ্ধা ও স্পর্ধা দেখিয়েছে...OMG!! কারনগুলো বিশ্লেষণ করলে অনেক কথাই আসবে।

সেদিকে আর যাবোনা। সম্পুর্ন আমার মতামত। মিলে গেলে ভালো আর না মিললে দয়া করে আর যাই বলুন, ছাগু বলবেন না।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.