মহামান্য প্রধানমন্ত্রী কাল তার মন্ত্রী সভার এক বৈঠকে শাহবাগের গনজাগরণ মঞ্চের উদেশ্য নাকি বলেছেন, "আবেগ দিয়ে রাজনীতি করা যায় না। ধৈর্য্য ধরতে হয়। "
( প্রথম আলো )
অতএব তিনি নিজেই বুঝিয়ে দিলেন শেষ দিকের শাহবাগ মঞ্চটা একটি রাজনৈতিক দলের ইশারা ইঙ্গিতেই চলে আসছিল।
কিন্তু এই শাহবাগ যারা সৃষ্টি করেছে আজও তারা মিডিয়ার পিছনে, তাদের নেই নেতৃত্বের লোভ। আমি বলতে চাই আমরা যারা শাহবাগে গিয়েছি আবেগের তারনায় ও মুক্তিযোদ্ধাদের কাছে ও দেশের কাছে একটা দায়বদ্ধ কারনে গিয়েছে।
আমাদের প্রানে ছিল একটাই দাবি সকল প্রকৃত যুদ্ধাপরাধীদের ফাঁসি।
কিন্তু এটা নিয়ে এক রাজনৈতিক খেলায় নেমেছে কিছু মানুষ। যদি সরকার এতটাই আন্তরিক হতো তাহলে ক্যান এতো কালক্ষেপন। অহেতুক সময় নষ্ট করা হচ্ছে এই বিচারের নামে। বিচারের সাথে সাথে কিছু শর্ত জুড়ে দেয়া যা বিচার কার্যকে আরো দেরী করছে।
তাই আজ নিজেদের স্বার্থ শেষ হবার পর গুটিয়ে দিতে চাচ্ছে এই মঞ্চ।
দেশের প্রতিটা ক্ষেত্রকে বির্তকিত করতে চাচ্ছে এই একটা বিশেষ মহল
আসলে আমাদের প্রাপ্তিটা কি কেউ কি আমাদের বলবেন ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।