আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার, আলবদর ও আলশামস বনাম আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও গনজাগরণ মঞ্চ



আমরা যারা ১৯৭১ এর পর জন্ম নিয়েছি বা মুক্তিযুদ্দের সময় ছোট ছিলেন (সেই সময়ের কথা মনে নেই) তারা যুদ্ধের সময়টা কেমন ছিল জেনেছি বই পরে, পত্রিকা পড়ে বা বড়দের কথা শুনে। জেনেছি সেই সময়ে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী কিভাবে পাকিস্তান সরকারের লেজুড়বৃত্তি করতো কিন্তু নিজের চোখে কিছুই দেখিনি। এখন মন থেকে অনুভব করতে পারি রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী কিভাবে দম্ভ ভরে কথা বলতো। আজকে নাসিম,ইনু, হানিফ, মতিয়া, সাজেদা, আবুল, তোফায়েল যেভাবে কথা বলে সেভাবেই গোলাম আযম, নিজামী, মুজাহিদরা বলতো। হাসিনা যে ভাবে ক্ষমতা ধরে রাখার চেস্টা করছে সেভাবেই পাকিস্তানিরা চেস্টা করতো।

তখন ইসলামের দোহাই দিয়ে হিন্দুদের মারা হতো এখনও মৌলবাদ ও স্বাধিনতার দোহাই দিয়ে মুসলমানদের হত্যা করা হয়। তখন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের নির্যাতন করতে পুলিশ, আর্মির সহায়তা নেয়া হত এখনও আলেম ও মুক্তিকামী সাধারণ মানুষকে পুলিশ, র‌্যাব ও ডিবিতে নিয়ে নির্যাতন করা হয়। তখনও রাজাকার, আলবদর ও আলশামসবাহিনী মুক্তিযোদ্ধাদের বাড়িঘর দেখিয়ে দিতো এখন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ বিরোধী দলের বাড়িঘর দেখিয়ে দেয়। তখন পাকিস্তানের নাগরিকেরা বেশি সুবিধা পেত এখন আওয়ামীলীগের লোকেরা। তখন যারা দালালী করতো তারা সুবিধা পেতো এখনও যারা দালালী করে তারা রাজার হালে থাকে।

তখন দোহাই দিত ইসলামের, মুসলিম ভাই ভাই এর এখন দোহাই দেয় স্বাধীনতার, তরুণ প্রজন্মের। পার্থক্য শুধু তখন ছিল ভিনদেশী শাসক এখন আমরাই নিজেদের খুবলে খুবলে খাই। তাই কোন মুক্তিযুদ্ধ নাই। এখন নিজেদের অস্তিতের লড়াই। গতকাল ই হল সবচেয়ে বড় দালাল মুরগী কবির নামের এক মহা শয়তানের নিজেদের স্বাধীনতা হারানোর প্রকাশ্যে মিটিং।

আর গনজাগরণ মঞ্চ তো সব অপকর্মের প্রকাশ্য দালাল ধিক রাজাকার ধিক জামায়াত ধিক শিবির ধিক আওয়ামীলীগ ধিক যুবলীগ ধিক ছাত্রলীগ ধিক গনজাগরণ মঞ্চ সবাই বলে তরুণ প্রজন্মকে জাগতে হবে। আসলেই জাগতে হবে সব দালালীর উর্ধে থেকে দেশকে এগিয়ে নিতে হবে। কিন্তু সেই সময়টা কখন হবে??? রাত পোহাবার কত দেরি... পান্জেরী????????????????????????????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.