অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। করুণা ! আমার ধারনামতে এটাই হয়ত সঠিক শব্দচয়ন। বিধাতার অপার করুণায় সে বার্সেলোনার প্লেয়ার।
যার পিছনে পাস এর বন্যা বইয়ে দেবার জন্য সদা প্রস্তুত জাভি, ইনিয়েস্তার মত মাঝ মাঠের তারকা। দুদিন আগে মেসি বলেছে সে তার ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করতে চায়। স্বাভাবিক। সুবিধাবাদীর দল। অন্য টিম এ গেলে মেসি কে আর খুঁজে পাওয়া যাবে না।
যেমন যায় না আর্জেন্টিনায়। ভাই, পিছনে ওরকম থ্রু পাসের বন্যা থাকলে তোরেস ও ঝুড়ি ঝুড়ি গোল পেত। কেউ কেউ আবার বলেন, রোনালদোর গোল নাকি অর্ধেক পেনাল্টি। ভাল, সে তো আর মেসির মত পেনাল্টি মিস করে না। সবচেয়ে বড় কথা হুজুগে বাঙালি জাতির যেগুলান মেসি মেসি করে গলা ফাটায়, অর্ধেক ই খেলা বুঝে না।
ফাউল পাবলিক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।