আমাদের কথা খুঁজে নিন

   

ফিরেই চমক মেসির

বার্সেলোনার কোচ জেরার্ডো মার্টিনো কয়েকদিন আগেই বলেছিলেন, লিওনেল মেসি ফিরছেন ভয়ঙ্কর রূপে! মার্টিনোর কথায় মেসি ভক্তরা খুশি হলেও সমালোচকরা উড়িয়ে দিয়েছিলেন। অনেকে বলেছিলেন, মেসি আর আগের মতো ফর্মে ফিরতেই পারবেন না। কিন্তু নেতিবাচক ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আর্জেন্টাইন তারকা দুই মাস পর মাঠে ফিরেই দেখালেন চমক। শেষ তিন মিনিটে দুই গোল করে লিওনেল মেসি বুঝিয়ে দিলেন, তিনি আরও বেশি ক্ষুধার্ত হয়ে দলে ফিরেছেন। গেটাফের বিরুদ্ধে ম্যাচে দুই গোল করেছেন সেস ফেব্রিগাসও।

দুই তারকার দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে গেটাফের বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় পেল বার্সেলোনা। কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল কাতালানরা। শেষ ষোল'র লড়াইয়ে প্রথমে লেগের ম্যাচে বড় জয় পাওয়ায় দ্বিতীয় লেগটা হয়ে থাকল আনুষ্ঠানিকতা মাত্র!

মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি কিন্তু পুরো সময় খেলেননি। ৬৩ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার জায়গায় তাকে নামান হয়েছিল। শেষের দিকে মাঠে নেমেই যে ঝলক দেখালেন, পুরো সময় খেললে না জানি কি হতো! মেসি তার প্রথম গোলটি পেয়েছেন নির্ধারিত সময়ের শেষ মিনিটে।

আর অতিরিক্ত সময়ে একক প্রচেষ্টায় যে গোলটি করলেন তা এক কথায় অসাধারণ। অবশ্য এর আগেই সেস ফ্যাব্রেগাসের জোড়া গোলে বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। মেসি শেষ মুহূর্তে ব্যবধানটা আরও বাড়িয়ে দেন। দুই মাস হ্যামস্ট্রিং ইনজুরির সঙ্গে লড়াই করে ফেরা মেসির পারফরম্যান্সে দারুণ খুশি বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল। তিনি বলেন, 'ইনজুরির কারণে মেসি অনেক দিন মাঠের বাইরে ছিলেন।

ইনজুরি একজন খেলোয়াড়ের জন্য যে কতটা কষ্টের তা যিনি ইনজুরিতে থাকেন তিনিই বুঝতে পারেন। ফিট হয়ে সবার সঙ্গে তাল মেলানোটাও কিন্তু সোজা কথা নয়। মেসি অনেক প্রতীক্ষার পর মাঠে ফিরেই প্রমাণ করেছেন এখনো খেলাকে ভুলে যাননি। তিনি অনুশীলনে কঠোর পরিশ্রম করেছেন, আর মাঠে তার ফলও পাচ্ছেন। এটাই তো একজন ভালো খেলোয়াড়ের প্রধান গুণ।

'

লা লিগায় পরের ম্যাচটি বার্সেলোনার জন্য মহাগুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। সে কারণেই কোপা দেল রে'তে গেটাফের বিরুদ্ধে সেরা একাদশ নামায়নি বার্সেলোনা। তারপরেও বড় জয় পেতে কোনো সমস্যাই হয়নি।

ঘরের মাঠে বড় জয়ে সমর্থকরা তো খুশিই, তবে মেসির আগ্রাসী রূপে ফেরাতে সেই খুশি যেন বাধভাঙা রূপ ধারণ করেছে।

মেসি নিজেও দারুণ উচ্ছ্বসিত। ইনজুরি থেকে ফিরে সমর্থকদের এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে আর্জেন্টাইন তারকা আবারও বলেছেন, তিনি বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করতে চান। মেসি বলেন, 'বার্সেলোনাতে আমি ভালোই আছি। এখানেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই। '

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.