আমাদের কথা খুঁজে নিন

   

মেসির জরিমানা

গত জুনে কর ফাঁকির অভিযোগ উঠেছিল বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি ও তার বাবা হোর্হের বিরুদ্ধে। ওই অভিযোগ মাথায় নিয়ে স্পেন কর্তৃপক্ষকে ৫০ লাখ ইউরো জমা দিলেন পিতা-পুত্র। বুধবার স্থানীয় একটি আদালত এই তথ্য নিশ্চিত করেছেন।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আর্জেন্টানই বর্ষসেরা খেলোয়াড় ও তার বাবা কর নিয়ে কর্তৃপক্ষের কাছে অসম্পূর্ণ তথ্য দেন। কিছু আয় গোপন রাখেন তারা।

তাদের বিরুদ্ধে এমন অভিযোগ এখন তদন্তাধীন।

এরই অংশ হিসেবে গত মাসে কর্তৃপক্ষকে ৫০ লাখ ১৬ হাজার ৫৪২ ইউরো জমা দিয়েছেন মেসি-হোর্হে। বার্সেলোনার অদূরে অবস্থিত গাভার আদালত জানালেন এই কথা। তাই বলে আদালতে হাজির হওয়া থেকে রক্ষা পাচ্ছেন না তারা। ১৭ সেপ্টেম্বর ধার্য করা সময়ে যেতে হবে পিতা-পুত্রকে।

যদিও তাদের আইনজীবী এই হাজিরা স্থগিতের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন জানানো হয়েছে বিবৃতিতে।

গত জুলাইয়ে অবশ্য এমন কর্মকাণ্ড অস্বীকার করেন মেসি। চারবারের বর্ষসেরা ফুটবলার জানিয়েছিলেন, এসব ইস্যু শুধুমাত্র তাদের আইনজীবী ও সম্পদ ব্যবস্থাপকরাই দেখে থাকেন।

২০০০ সালে বার্সেলোনায় আবাস গড়েন মেসি। পাঁচ বছর পর স্প্যানিশ নাগরিকত্বও পেয়ে যান।

বেতন ও বোনাস থেকে ২০ মিলিয়ন ডলার আয় করে ফোর্বসের জরিপ অনুযায়ী অন্যতম ধনী অ্যাথলেট আর্জেন্টাইন তারকা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।