আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের বিভিন্ন সিন্ডিকেটের নাম! তাড়াতাড়ি যে কোন একটা সিন্ডিকেটে ঢুইকা যান!

আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। গত কয়েকদিনের ক্যাচালে একটা লাভ হইছে, সিন্ডিকেট ব্লগিং কি জিনিষ তা নিয়া ব্যাপুক গবেষণা দেখতে পাইছি ব্লগে। আর আমিও এই চান্সে তাদের সবার গবেষণা একত্র কইরা নিজের নামে পোস্ট দিয়া দিতাছি! (কেউ টেকা চাইলে লাইত্থামু কইলাম! পরে আইসা কইবি আমি টাকা দিয়া তোগো গবেষণা কিনছি! ) আগে সিন্ডিকেট ব্লগিং এর ডেফিনিশন দেই। সিন্ডিকেট ব্লগিং: It may be defined as ধুরু ইংলিশ আইয়া পড়ে খালি ডেফিনিশন দিতে গেলে। গুগল দিয়া কষ্ট কইরা একটা ইংলিশ ডেফিনিশন নামাইছি বাংলা করতারতাছি না, আপনারা সার্চ দিয়া দেইখা লন! এবার প্রকারভেদ দেখেন।

নাস্তিক সিন্ডিকেটঃ এরা অনেক শক্তিশালী সিন্ডিকেট। এদের সাথে লাগলে খবর আছে আপনার। ইসলাম নিয়া গালাগালি দিয়া পোস্ট কইরা নিজেরা নিজেরা তুলকালাম বিশ্লেষণ করে, আর কিছু আস্তিক হুদাকামে এগুলার লগে লাগতে গিয়া এগুলারে গালাগালি কইরা নিজের সম্মান হারায়। তবে কিছু ভাল নাস্তিক দেখছি যারা নিজেরা নিজেদের মত পোস্ট করে। বিশেষ করে একজন আছেন ফিজিক্স নিয়া পোস্ট দেন, তারে ভালা পাই।

ছাগু সিন্ডিকেটঃ এরাও মোটামুটি ডেঞ্জারাস। এরা বুঝেনই তো রগ কাটা বাহিনী। হুমকি দিয়া, নিজের নামে ব্লগিং করছ না কেন- এই টাইপ কথা কইয়া আপনার ঠিকানা যোগাড় করতে চায়। ব্লগে তাদের মহান নেতাগণের (পাকিস্তানের চামচা) বাণী প্রচার করাই এদের মূল কাজ। তবে এদের অনেকে সুশীল ভাব ধরে গালি দিচ্ছেন কেন? ব্লগে আমি আমার মতামত প্রকাশ করছি! জামাত শিবির নিয়া পোস্ট দিতেই পারি!- এই রকম ভং ধরে।

এগুলার জন্য গদাম রেডি রাইখেন। ভাদা সিন্ডিকেটঃ তেনারা ভারত মাতার অবদান আজও ভুলিতে পারেন নাই। ভারত যত কিছুই করুক তাদের কাছে তা ভাল মনে হয়। আর তাদের বিরুদ্ধে কিছু কইতে গেলেই আপনারে ছাগু বানাইয়া দিবে জোর কইরা। ছাগু ফাইটার সিন্ডিকেটঃ এগুলার মাঝে বেশির ভাগ হইল মাল্টি নিক।

তবে এদের আমি পছন্দ করি একটা কারণে যে এরা আছে বলেই ছাগুগুলা বেশি সুবিধা করতে পারে না। কিছু ব্লগার হিট হবার জন্য জোর করে নিজেরে ছাগু ফাইটার প্রমাণ করতে চায় আর যারে তারে ছাগু বানায়, এগুলা অবশ্য দুইদিন পরেই ঠাণ্ডা। কারণ মৌলিক পোস্ট না থাকলে খালি ক্যাচাল পোস্ট দিয়া বেশিদিন সুবিধা করা যায় না। তবে যে সব ব্লগার নিজের মেইন আইডি দিয়া ছাগু কোপায় তাদের প্রতি আমার লাল সালাম। মামা, মামী, দাদা, দাদী, আপা, দুলাভাই সিন্ডিকেটঃ এদের কথা আর নাই বা কইলাম।

কি বুঝাইছি বুইঝা লন! কবি, সাহিত্যিক, বিশ্লেষক সিন্ডিকেটঃ মূলত এরা আছে বলেই ব্লগে আসি। সামুর প্রাণ বলব আমি এদের। এসব ব্লগার ভাল ভাল গল্প কবিতা, বিশ্লেষণমূলক লেখা পোস্ট করে। তারা আবার একে অপরের লেখার আলোচনা সমালোচনা করে, যা খুবই ভাল লাগে। অন্যসব সিন্ডিকেট ধ্বংস হলেও আমার কিছু আসে যায় না, এদের আমি সব সময় ব্লগে চাই।

কপি পেস্ট সিন্ডিকেটঃ সবচেয়ে বিরক্তিকর ব্লগার এরা। বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করা লেখা দিয়া প্রথম পাতা ভইরা ফালায়, আর এদের বিরুদ্ধে কিছু কইতে গেলে আবার এদের ভাই ব্রাদার গুলা আইসা কয় এরা আছে বইলাই খবর জান্তাছি! আরে ভাই, খবর জানানো ভাল কথা কিন্তু কপি পেস্ট না মাইরা মূল খবরের লিঙ্ক দিয়া নিজে কিছু আলোচনা করলেও তো পারেন। সুশীল সিন্ডিকেটঃ এরা ১৮+ পোস্ট পাইলে আগে পইড়া লয়, তারপরে দলে দলে মন্তব্য করে- এটা কি পোস্ট দিলেন? ব্লগটারে চটি ব্লগ বানাইলাইছেন! এদের মাঝে অনেকে কোন ক্যাচাল পোস্টে গিয়া- হ্যা আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, আমি তার সাথে ফোনে কথা বলেছি, ব্লা ব্লা ব্লা কইয়া ভাব নিতে চায়। পাঠক সিন্ডিকেটঃ এরা খালি পড়তে ব্লগে আসে, এমনকি এদের মধ্যে অনেকের ব্লগে আইডিও নাই। তারা পোস্ট করা বা মন্তব্য করার থেকে শুধু পড়াতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এই সিন্ডিকেট কিন্তু ব্লগের হিট, এরা যদি রাগ কইরা একলগে ব্লগ ছাইড়া দেয় তাহলে কিন্তু ব্লগ কাইত। আম ব্লগার সিন্ডিকেটঃ এই সিন্ডিকেটের ব্লগারদের হিট হবার কোন ইচ্ছাই নাই। নিজেরা নিজেদের মত ব্লগিং করে এরা। সারাদিন কি করল, কবে কোন মজার কাহিনী হইছে এসব পোস্ট করে, আর মাঝে মাঝে অল্প অল্প কমেন্ট করে। এরা কারো সাতেও নাই, পাচেও নাই।

লিখতে ভাল লাগে তাই ব্লগে আসে এই সিন্ডিকেট। এদের আবার নিজেদের মধ্যে খাতির আছে। যাইহোক শেষে একটা কথা কই, আমার প্রিয় একজন আম ব্লগার আছেন যিনি ব্লগে নিজের মত পোস্ট দেন। কারো লগে কোনদিন ক্যাচালে যান নাই। প্রতিদিন কি কি করেন তা ডায়েরী লেখার মত করে পোস্ট করেন।

উনি আমাদের শাহানা আপা। আমি অনেক বিজি ছিলাম কয়েক মাস, এই সময় ব্লগে মোবাইল দিয়ে ঢুকে মাঝে মাঝে পড়তাম, অল্প কিছু কমেন্ট করতাম। শাহানা আপার মত নিরুদ্রপ ব্লগারের সাথেও যে কারো ভেজাল হতে পারে তা আমার কল্পনার বাইরে। তারে কে কি বলছে তা জানি না, তিনি নাকি আর ব্লগে আসবেন না । আমার খুব খারাপ লাগছে ব্যাপারটা।

আপনার কাউকে ভাল না লাগলে তাকে আভোয়েড করেন, অপমান করে ব্লগ থেকে তাড়ানোর তো কোন অধিকার নাই আপনার। আপডেটঃ মেজাজ চরম খারাপ। একটু আগে দেখলাম ক্যাচালের কারণে আমার প্রিয় একজন ব্লগার নষ্ট কবি ব্লগ ছেড়ে দিচ্ছেন । এরপরেও কি আম ব্লগাররা শুধুমাত্র ট্যাগিংএর ভয়ে চুপ করে থাকবেন? ভাল খারাপ কিছু একটা বলেন, সুশীলগিরি বাদ দেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.