ব-দ্বীপ মানে বদ্ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক।
একপাশে শহীদ মিনার, অন্যপাশে গাছের ডালে বসে থাকা দোয়েল। খুব সাধারন এক দৃশ্য।
কোথায় দেখছেন মনে করেন। মনে পরেছে? হ্যা আমি দুই টাকার বাংলাদেশি নোটের কথা বলছি। এক জরিপে সবেচেয়ে সুন্দর নোট হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ২ টাকা। দ্বিতীয় স্থানে আছে সাও টোমের (São Tomé and Príncipe) ৫০ হাজার মূল্যমানের ডোবরা নোট। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে বাহামার ১ ডলারের নোট এবং বাহরাইনের ৫ দিনারের নোট।
জরিপটি পরিচালনা করেছে রাশিয়ার একটি অনলাইন বিনোদন কেন্দ্র।
তালিকায় পঞ্চম স্থানে আছে জর্জিয়ার ১০ লরি নোট, ষষ্ঠ স্থানে ১০ হংকং ডলার, সপ্তম স্থানে ১০ কুক আইল্যান্ড ডলার, অষ্টম স্থানে ৫০ ইসরাইলি শেকেল, নবম স্থানে ২০ হাজার আইল্যান্ড ক্রোনা নোট এবং ও দশম স্থানে আছে ৫০ ফেরো আইল্যান্ড ক্রোনার্স নোট। এছাড়া এ তালিকায় একাদশ থেকে বিংশ অবস্থানে আছে নিউজিল্যান্ড, রোমানিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, কমোরোস, ফ্রেঞ্চ পলিনেশিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, জ্যামাইকা এবং জাপানের নোট।
অনেক খারাপ খবরের মধ্যে খুবই সামান্য একটি ভাল লাগার খবর । তারপরো একটু দুঃখ আছে ।
দুঃখের বিষয় হচ্ছে এই খানে আব্বার ছবি ওয়ালা কোন নোটের যায়গা হয়নাই। আগে জানলে হয়তো মিলিয়ন ডলারের লবিং করা যাইত। :#
http://www.panarmenian.net/eng/news/87961 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।