আমাদের কথা খুঁজে নিন

   

আমগো কি আর ঈদ আছে কন!



শুক্রবার রাতে এক রিক্সায় ওঠলাম। পথ চলতে চলতে ছোট রিক্সা ওয়ালা রিয়াদ(১১) এর সাথে কথা হচ্ছিলো। কেমন ঈদ করবা জানতে চাইলে কথা কিছুক্ষণ চুপ করে থাকল। একটু পরে বলে আমগো জন্ম নেয়াটাই পাপ। ছোট বেলায় বাপ দুই বিয়া করছে।

এরপর থেকে আমগো অশান্তি। বাপ মারে শুধু মারতো। মা শুধু কাদঁতো। এভাবে থাকতে না পেরে মা আমগো নিয়া নানা বাড়িতে উঠেছে। মা মানুষের বাড়ীতে কাজ করে আমাগো ৪ভাই-বোনরে খাওয়ায়।

একদিন কাজ করতে যাওনের সময় হঠাৎ মা বাসের নিছে চাপা পড়ে মারা গেলো। এরপর থেইকা আমি রিক্সা চালায় ভাই-বোন খাওয়ায়। বাপ কোন খোজ-খবর নেইনা। আমগো কি আর ঈদ আছে কন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.