আমি লিমন , কাদের , মিলন এর মত সাধারণ একজন মানুষ। তাই শঙ্কিত থাকি , চাই না স্বাভাবিক মৃত্যুর কোনো গেরান্টি , কারণ আজ আমাদের চাওয়ার নেই কোনো মূল্য । আজ ডেসটিনির একটা পোস্টের লিঙ্ক ধরে "ডেসটিনি রোগীদের জন্য কিছু টাই" পোস্টে নোবেলবিজয়ী_টিপুর একটা কমেন্ট দেখলাম। হটাৎ করেই বুকের ভেতর কেন যেন মোচড় দিয়ে উঠলো। নোবেলবিজয়ী_টিপুর ব্লগ ঘুরে আসতে পারেন - http://www.somewhereinblog.net/blog/ismail1971 নোবেলবিজয়ী_টিপুর ফেইসবুক প্রফাইল - https://www.facebook.com/itipu নোবেলবিজয়ী_টিপুর শেষ পোস্ট: ঈদের সালামি হিসেবে হইলেও একটু হেল্পান, উইন্ডোজ বুট নিচ্ছেনা - http://www.somewhereinblog.net/blog/ismail1971/29442912 জানি একদিন আমার ব্লগও এইরকম হবে। কেউ একদিন আমার ব্লগে কমেন্ট করবে অথচ আমি দেখতে পারবোনা। কি বাস্তব নির্মম!! আমরাও একদিন এক এক করে হেঁটে যাই । যেখানেই থাকো, ভালো থেকো টিপু। আল্লাহ তোমাকে যেনো বেহেস্ত নসীব করে... আমীন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।