জানতেই আছি আর জানতেই আছি,জানার আর শেষ হয়না...... আমার এ শুকিয়ে যাওয়া কান্নার দাগগুলো লুকিয়ে রেখেছি অনেক সযতনে আর প্রতিনিয়তই চোখকে ঢেকে দেই রঙিন সানগ্লাসের আড়ালে নিজকে বিলিয়ে দেই সবার আনন্দের খোরাক বানাতে কি দরকার সবার জানার?? আমার দুঃখগুলো আমারই থাক না থাকুক না আমার একান্ত হয়ে ওরা ছাড়া আমি অসম্পূর্ণ যে, আমি জানি তো, জানি আমি সবাই ভালোবাসে আমার দুষ্টুমিকে,আমার চঞ্চলতাকে গীটারের প্রতিটি তারে মৃদু ঝংকার তুলে মাতিয়ে রাখি সবাইকে আর ভুলিয়ে রাখি নিজের অসংজ্ঞায়িত কষ্টকে। খারাপ কি বলো যাচ্ছে তো কেটে ভালোই এইভাবেই একদিন হারিয়ে যাবো কোন অজানায় অন্তহীন পথে ক্রমেই এগিয়ে আসছে সে অন্ধকারময় করিডোর শ্বাসরুদ্ধকর আর বিষাক্ত বাতাস সেখানে অস্পষ্ট আর চাপা আর্তনাদের শব্দ তবে কি এখানেই হবে সব বিলীন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।