Its... my faith, my voic.........। অসংজ্ঞায়িত ঘটনাবহুল মানুষের জীবন। অসংজ্ঞায়িত ঘটনা অনেকের জীবনে অনেকভাবেই এসে থাকে। প্রত্যেকের জীবনে প্রতিদিনের ঘটে যাওয়া শতশত ঘটনার মাঝে অনেক ঘটনাই থাকে যেগুলো অসংজ্ঞায়িত। এগুলো সাধারণত আমাদের চোখ এড়িয়ে যায়, নয়তো চোখে পড়লেও আমরাই এদেরকে মনের ভুল ভেবে এড়িয়ে যাই।
অসংজ্ঞায়িত বলতে প্রায়শই আমরা বুঝি ভৌতিক কিছু! তবে এ ঘটনাগুলো যে শুধু ভৌতিক ঘটনাই হবে এমন কোন কথা নেই। আমার জীবনের অসংজ্ঞায়িত ঘটনার উদাহারন দিলেই স্পষ্ট হবে:
আমি বাসে বসে আছি। চারদিকে প্রচন্ড গরম পরেছে। বাসের গতি ভালই তাই ঠান্ডা বাতাসে গা জুড়িয়ে যাচ্ছে। এমন সময় কন্ডাকটর ভাড়া চাইল এলো।
আমার সামনের সিটে বসা এক মহিলার কাছে সে ভাড়া চাইলো। মহিলা কন্ডাকটরকে ১০০ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললো "এই নে ভাড়া, ৮০ টাকা রাখবি। "
কন্ডাকটর বললো,"জি না আফা! ভাড়া ৩০ টাকা!" তারপর মহিলা বললো, "আমি বললাম না ৮০ টাকা ভাড়া? ৮০ টাকাই রাখবা!"
কন্ডাক্টরও ঘনঘন মাথা নাড়তে থাকলো," না আফা এই নেন ৭০ টাকা ফেরত নেন। আমারে দিয়া এই ইল্লিগাল কাম হইবো না। " এই নিয়ে কন্ডাক্টর আর সেই মহিলার মাঝে তুমুল ঝগড়া লেগে গেলো।
আমি বেচারা সিটে বসে বসে ভাবি,"এক সময় সত্যযুগ তো ছিল জানি, এখন কলিকাল এইটাও জানি, তবে কিসের বদৌলতে জানিনা আজ বাসে কোন কাল পড়েছে!!! সত্যযুগেও মানুষ তো এই মহিলার মত এমন দাতা হাতেম তাই ছিল না, অথবা কেউ কন্ডাক্টরের মত সৎআদর্শের ছিল না!!!!!!"
বাসের মাঝে এই তুমুল ঝগড়ার মাঝে কিছু যাত্রীও এগিয়ে এলো। একজন গলায় গামছা বিড়িখোড় আগ্রহ নিয়ে বললো,"আফা কি হইসে কন তো?" অন্যরাও গলা মিলালো, "হ আফা কন কিস্যে?"
মহিলা তার সমস্যার কথা খুলে বললেন। মহিলার কথা শুনে বিড়িখোড় মাথা চুলকাতে লাগলো, অন্যরা খাবি খেতে লাগলো। আমার পাশের লোকটা আমাকে বললো,"এ আবার কেমুন সমুস্যে বাই?"
আমি বললাম,"কি জানি ভাই, কিছুই তো বুঝি না?"
শেষপর্যন্ত আমি কন্ডাক্টরকে বললাম," ওই মামা, তোমার ৮০ টাকা নিতে অসুবিধা আছে নাকি কোনো?" কন্ডাক্টর বললো,"বহুত অসুবিধা, হিসাবে গন্ডগোল.......। "
কথার কোন মাথা মুন্ডু পেলাম না।
আমি হাল ছেড়ে দিলাম।
বিড়িখোর গলায় গামছা বললো, "তাইলে আমাকে ৫০ টাকা দে, মেডামকে ২০ টাকা ফেরত দে আর তুই তোর ৩০ টাকা রাখ। " কন্ডাক্টরের এই প্রস্তাবটা অনেক ভাল লাগলো বলে মনে হয়। সে ৫০ টাকা বিড়িখোড়কে আর ২০ টাকা মহিলাকে ফেরত দিল। মহিলা পরের স্টপেই নামে গেল।
আমি বসে বসে মাথাটাকে একটু ক্লিয়ার করার জন্য একটা কবিতা আওড়াতে লাগলাম,"হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে.............. " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।