আমাদের কথা খুঁজে নিন

   

অসংজ্ঞায়িত সম্পর্ক

কী লাভ আকাশ সম হতাশা নিয়ে বেঁচে থেকে , এর চেয়ে তো মরণ ভালো !

কিছু সম্পর্ক থাকে অসংজ্ঞায়িত ।
সেই সব সম্পর্কের কোন ভিত্তি থাকে না ।
সম্বোধন টা তুমিতেই থাকে ।
আর তুমিতেই কাটে বছরের পর বছর ।
অন্ধকারের ছায়া যেমনটা ।

আলোতেই কেবল দেখা যায় ।
এইসব সম্পর্কটা সে রকমই ।
বলা যায় কথার সম্পর্ক অথবা দেখার !

আচ্ছা ,সম্পর্কের একটা কেতাবী নাম দেই . . . .
আসলে নামটাই বা কী দেবো !
যে সম্পর্ক টা সম্পর্ক ই নয় ,তার নাম আবার কি করে হয় !

এই সব অসংজ্ঞায়িত সম্পর্ক প্রতিদিন হাহাকার করে সংজ্ঞায়িত হবার আশায় ।
অথচ কোন পক্ষের ই তাড়া থাকে না ।
হররোজ কথা হয় ,দেখা হয় ।


জীবনের গল্প হয় । গল্পে থাকে একটা প্রাণান্ত চেষ্টা ,তোমার কী দুঃখ ?
তোমার চেয়ে ঢের বেশী আমার দুঃখ !
অতঃপর কথার শেষে ঐ ঢের দুঃখী মানুষটা পায় সমবেদনার ফুলঝুরি ।



এইসব সম্পর্কে অভিমান থাকে না । রাগ থাকে না ।
কুশল বিনিময়ের টান ও থাকে না ।

জিজ্ঞাসা করা হয় না ,আচ্ছা কেমন থাকা হয় ?
এইসব সম্পর্কে থাকে কেবল অপেক্ষা ।
সেই অপেক্ষা আরেকবার দেখা হবার , একটু কথা বলার ।

সম্পর্কের দুটি মানুষ , কেউ কারো প্রতি দুর্বল হয় না । হলেও কেউ কাউকে বুঝতে দেয় না ।

একটা সময় পর সেই অসংজ্ঞায়িত সম্পর্কের মানুষরা আলাদা আলাদা জগতে সজ্ঞায়িত হয়ে যায় ।


আর সেই অসংজ্ঞায়িত সম্পর্ক
.
.
.
.
.
আরেক জোড়া মানুষ খোঁজে নেয় ,স্রেফ সংজ্ঞায়িত হবার আশায় !


বিঃদ্রঃ১। উপরোক্ত কথাগুলো আমার বাস্তবিক অভিজ্ঞতা এবং অনুভূতির লেখ্যরূপ । এই ধরণের পরিস্থিতিতে যারা পড়েননি তারা হয়তো বিষয়টা ঠিক নাও বুঝতে পারেন । এইটা কোন ব্যাপার না ।
ব্যাপার হলো ,অনুভূতি প্রকাশে হয়তো অনেক জায়গায় শব্দের রূপায়নটা যথার্থভাবে হয়নি ।

তাই ভুল গুলো শুধরে দিলে কৃতার্থ রবো ।

বিঃদ্রঃ২। প্রায় একবছর পর ব্লগে অখাদ্য কুখাদ্য যাইহোক একটা কিছু পোস্টাইলাম । খুব ভালো লাগছে । এই একটা বছর দৌড়ের উপ্রে গেছে ।

এখন ও দৌড়ানি শেষ হয় নাই । দোয়া কইরেন ভাইয়েরা । আল্লাহ্ যাতে একটা উপায় কইরা দেয় ।
শুভ রাইত ,আমি কাইত এণ্ড হ্যাপি বলগিং

বিঃদ্রঃ৩। আমাদের এখানে ভোট অনুষ্ঠিত হবে না ।

তাই বসে বসে ভোটার আইডি দিয়ে ,পিঠ চুলকাইতেছি আর একটু পর পর আইডির ফটুক টা দেখতাছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।