বিদায় - পথের নয়, পথিকের...
দৃষ্টির একাকিত্বে দৃষ্ট চোখ
সত্তার চোখে সত্তা অবলোকন
ছায়াবাজিতে মগ্ন সবাই
ছায়াবাজের চোখেই মত্ত ভ্রম।
ছায়াটাকে অনেকক্ষন ধরে দেখছি, বেশকিছুক্ষন পর ওটা অপরিচিত লাগা শুরু করেছে, এখন পুরোটাই অপরিচিত।
আমি,আমাকে কিছুক্ষন ধরে খুঁজে চলেছি। ছায়াটির পর্যবেক্ষনে নিজের চোখকে বসিয়ে দিলাম, তাকিয়ে থাকলাম অবয়বের চোখে নিজের দিকে।
ছায়াটির দিকে তাকিয়ে আছি, ছায়াটি আমার দিকে। আপনাকে, আপন ছায়ার চোখে অবলোকন!
সত্তার চোখটি এবার নিজের দিকে ঘুড়িয়ে নিলাম, ছায়ার দিকে একাগ্র তাকিয়ে থাকা অবস্থায় এই আমাকে আমার সত্তাটি দেখছে!
তাহলে এখন কি করছি আমি, বসে আছি? তাকিয়ে আছি? ভাবছি? নাকি সব কিছুই একসাথে করছি?ছায়াটিকে দেখছি, ছায়াটি আমাকে দেখছে, সত্তা আমাকে দেখছে আবার সত্তার চোখের সত্তাকে দেখছি...সবাই যেন সবাইকে দেখছি!
আয়নার মতো, আয়নার ভিতরে আয়না.. তার ভিতরে আয়না...ক্রমশ প্রতিফলন..
গদ্য গুলো কাব্য হয়
খুঁজে ফেরা নিজেকে
আপন আপন আপন ছায়ায়..
হারিয়ে ফেলা আমাকে!
.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।