আমি কাল্পনিক তবে অবাস্তব নই, আমি দুঃখকে কল্পনার সুখে রূপান্তর করি...... মাথাব্যাথা নিয়ে মাথাব্যাথা করতে গিয়ে মাথাব্যাথার শেষ নেই। মাথাব্যাথার একমাত্র নেতিবাচক দিক হল "ব্যাথার যন্ত্রনা"(কম অথবা বেশি)। কিন্তু একটু খুজলেই এর অনেক ইতিবাচক দিক বের করা যায় । আসুন এক নজরে মাথাব্যাথার কিছু ইতিবাচক দিক দেখে নিই *মানুষকে জাগতিক ভাবনা থেকে দূরে রাখে (মাথাব্যাথার ঠ্যালায় জগত বলে কিছু আছে ভুলে যাবেন, কাজেই ভাবনার প্রশ্নই আসেনা ) *চিন্তামুক্ত থাকতে সাহায্য করে (নিশ্চিত থাকেন ব্যাথা থাকলে চিন্তা করার টাইমই পাবেন না এতে অবশ্যই চিন্তামুক্ত থাকবেন) *প্রেমের ছ্যাকার যন্ত্রনা ভুলিয়ে দেয় (মাথাব্যাথার সামনে ছ্যাকা কোন যন্ত্রনা হৈল? এইডা কোন ব্যাপারই না ) *প্রেমে ছ্যাকা খেতে উত্সাহ দেয় (ছ্যাকাযন্ত্রনা টু দি পাওয়ার ইনফিনিটি = মাথাব্যাথাযন্ত্রনা, তাই বেশি বেশি ছ্যাকা খান মাথাব্যাথার চাপ কমান ) *স্বজনপ্রীতি বৃদ্ধি করে (মাথাব্যাথাধারী সবাইকে আপন মনে হবে, ফলে সমজাতীয় স্বজনপ্রীতি বাড়বে। অনেকটা চোরে চোরে মাসতুত ভাই টাইপ ) *মাথাব্যাথা থাকলে অন্য কোন ব্যাথাকে ব্যাথাই মনে হবেনা (ঠ্যাং ভাইঙ্গা কাধে নিয়া ঘুরতে পারবেন, কোন ব্যাপারই না বস ) *মাথাব্যাথা আপনার কাটাকুটি ইচ্ছাশক্তি বাড়িয়ে দেয় (মাথা কেটে ফেলতে ইচ্ছে করবে, এই ইচ্ছাশক্তি কোরবানীর ঈদে কাজে লাগাতে পারবেন :p) সুতরাং বলা যায়, মাথাব্যাথা অপকারের চেয়ে উপকার বেশি করে । বিঃ দ্রঃ ইহা মাথাব্যাথাধারীদের জন্য একটি আত্নশান্তনামূলক পোষ্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।