আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীদের মানববন্ধন টিপাইমুখের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা

টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ বিক্ষোভ হয়। লন্ডন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা মুঠোফোনে প্রথম আলো অনলাইনকে জানিয়েছেন, তাঁরা তিন ঘণ্টা ভারতীয় হাইকমিশনের সামনে ছিলেন। এ সময় তাঁরা পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেছেন। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করেছেন তাঁরা।

লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র গোলাম রাব্বানী জানান, ‘সাসেক্স, নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়, সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধনে যোগ দেন। পরে তাঁরা সবার স্বাক্ষর সংগ্রহ করেন। একপর্যায়ে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা তাঁদের দুজন প্রতিনিধিকে ডেকে নেন। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীরা টিপাইমুখ বাঁধ বন্ধের দাবিতে তাঁদের কাছে একটি দরখাস্ত জমা দেন। হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা আবেদনটি দিল্লিতে পাঠিয়ে দেবেন।

বাংলাদেশি শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা টিপাইমুখ বাঁধ বন্ধের ব্যাপারে সারা বিশ্বে জনমত তৈরির চেষ্টা করছেন। এ কারণে তাঁদের এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। সংগ্রহ:প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।