আমাদের কথা খুঁজে নিন

   

শহীদের আত্মা ফিরে এসেছে আজ আরেকটি যুদ্ধের দামামা বাজিয়ে। এবারের সংগ্রাম যুদ্ধাপরাধীদের বিচারের সংগ্রাম ।

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন আপনি যদি আজ একজন তরুণকে জিজ্ঞেস করেন, “আপনি কি যুদ্ধাপরাধীর বিচার চান ?” , আমার মনে হয় শতকরা ৮০ জন শিক্ষিত তরুণ বলবে, “অবশ্যই চাই, এই মুহূর্তে চাই” । ফেসবুক, ব্লগসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে বিভিন্ন পোস্ট দেখেই আমার এই ধারনা হয়েছে । আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই এসব তরুণের দৃঢ়তা দেখে । যারা নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখেনি, দেখেনি যুদ্ধাপরাধীদের ঘৃণ্য মীরজাফরি কার্যক্রম তারা এতটা দৃঢ়তার সাথে যুদ্ধাপরাধীর বিচার চায় কি করে ? শুধু বড়দের মুখে গল্প শুনেই কি এতটা মন থেকে মুক্তিযুদ্ধকে ভালবেসে যুদ্ধাপরাধীর বিচার চাওয়া যায় ? তাও একবার যুদ্ধাপরাধিরা দেশের মন্ত্রী হয়ে দেশ চালিয়ে যাওয়ার পর ? দেশজুড়ে অব্যাহত জঙ্গি হামলা দেখার পরেও? এসব প্রশ্ন কি আপনাদের মনে কোনদিন উঁকি দেয়নি ? একবার কি ভেবে দেখেছেন- এতটা সাহস ওরা পায় কই ? আমার কেন জানি মনে হয় এর পেছনে ভিন্ন কোন কারণ আছে । যারা বিজ্ঞানে বিশ্বাস করেন, তারা আমার যুক্তিটাকে হেসে উড়িয়ে দিতে পারেন ।

কিন্তু আমার মনে হয় একাত্তরের শহীদদের আত্মাগুলো হয়তো এখন ফিরে ফিরে আসছে তাদের পরের প্রজন্মের মাঝে, যারা আজ তরুণ সমাজকে প্রতিনিধিত্ব করে । হিন্দু ধর্মে একটা কথা আছে – জন্মান্তরবাদ । আমি জানিনা এটা আপনারা কেউ মানতে চাইবেন কিনা, শুধু একবার ভাবুন এটা কি হতে পারেনা ? আজ দেশের তরুণ প্রজন্ম মনে প্রাণে চায় যুদ্ধাপরাধীর বিচার । আর এ লক্ষেই তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে মহাজোট সরকারকে ক্ষমতায় এনেছে । এই সরকার যদি বিচার করতে ব্যর্থও হয়, তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদেরকে ছেড়ে দেবেনা ।

শহীদের আত্মা ফিরে এসেছে আজ আরেকটি যুদ্ধের দামামা বাজিয়ে। এবারের সংগ্রাম যুদ্ধাপরাধীদের বিচারের সংগ্রাম । জয় তারুণ্যের । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.